পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: ডিসেম্বরই সারা কলকাতায় চালু হচ্ছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণের কাজ - ডিসেম্বরই চালু হচ্ছে সারা কলকাতায়

ডিসেম্বরের শুরুতেই সারা শহরে চালু হতে চলেছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণ প্রকল্প ৷ এর জন্য কাউন্সিলরদের নিয়ে দু'দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হবে ৷ এই প্রকল্প ইতিমধ্যে চালু রয়েছে কলকাতা পৌরনিগমের (KMC) 27টি ওয়ার্ডে ৷

KMC
KMC

By

Published : Nov 27, 2022, 9:45 PM IST

কলকাতা, 27 নভেম্বর: ডিসেম্বরই কলকাতায় চালু হতে চলেছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণ প্রকল্পের কাজ (KMC going to start Waste Segregation Scheme) । বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহের সময়েই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা হবে । কীভাবে বাস্তবায়িত করা হবে এই কাজ, তা বোঝাতেই কাউন্সিলরদের নিয়ে দু'দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হবে বলে খবর । আগামী 29 ও 30 নভেম্বর সেই কর্মশালা হবে ।

জানা গিয়েছে, 1 থেকে 7 নম্বর বরোর কাউন্সিলরদের 29 নভেম্বর এবং 8 থেকে 16 নম্বর বরোর কাউন্সিলরদের নিয়ে বৈঠক হবে 30 নভেম্বর । ইতিমধ্যে কলকাতার 27টি ওয়ার্ডে এই প্রকল্প চালু রয়েছে । ডিসেম্বর থেকে সব ওয়ার্ডেই চালু হয়ে যাবে । শহরের প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে নীল এবং সবুজ রঙের দু'টি বালতি । নাগরিকদের দেওয়া বালতিগুলি হবে 10 লিটারের । অন্যদিকে, বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার ধারে বসানো হবে এই দুই রংয়ের ডাস্টবিন । সেগুলি 40 লিটারের হবে ।

এমনকী নাগরিকদের এ বিষয়ে আরও বেশি সচেতন করা হবে । এ বিষয় জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার বলেন, "কোন বালতিতে কী রকমের ময়লা ফেলা হবে, সবটা মানুষকে বোঝাতে হবে । সেটা ছোটো ছোটো বৈঠক করে করতে হবে ৷ এই কাজটা করবেন কাউন্সিলররা । তারা কীভাবে এই কাজটা করবেন তাই বোঝাতেই কর্মশালা করা হবে ।"

আরও পড়ুন:জঞ্জাল পৃথকীকরণে জোর দিতে চলেছে কলকাতা কর্পোরেশন

উল্লেখ্য, পচনশীল আবর্জনার জন্য সবুজ বালতি ও অপচনশীল আবর্জনার জন্য নীল বালতি দেওয়া হবে । কলকাতা পৌগনিগমের (Kolkata Municipal Corporation) আধিকারিকদের তরফে জানা গিয়েছে, আগেই 27টি ওয়ার্ডে শুরু হয়েছে এই কাজ । বড় বড় আবাসনগুলোকে আবর্জনা ফেলার জায়গায় কম্পোস্ট মেশিন লাগানোর কথা বলা হয়েছে । এবার শহরের বাকি অংশে একইভাবে এই নিয়ম না-মানলে পৌরনিগমের তরফে পদক্ষেপ নেওয়া হবে বলে খবর ।

ABOUT THE AUTHOR

...view details