কলকাতা, 27 নভেম্বর: ডিসেম্বরই কলকাতায় চালু হতে চলেছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণ প্রকল্পের কাজ (KMC going to start Waste Segregation Scheme) । বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহের সময়েই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা হবে । কীভাবে বাস্তবায়িত করা হবে এই কাজ, তা বোঝাতেই কাউন্সিলরদের নিয়ে দু'দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হবে বলে খবর । আগামী 29 ও 30 নভেম্বর সেই কর্মশালা হবে ।
জানা গিয়েছে, 1 থেকে 7 নম্বর বরোর কাউন্সিলরদের 29 নভেম্বর এবং 8 থেকে 16 নম্বর বরোর কাউন্সিলরদের নিয়ে বৈঠক হবে 30 নভেম্বর । ইতিমধ্যে কলকাতার 27টি ওয়ার্ডে এই প্রকল্প চালু রয়েছে । ডিসেম্বর থেকে সব ওয়ার্ডেই চালু হয়ে যাবে । শহরের প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে নীল এবং সবুজ রঙের দু'টি বালতি । নাগরিকদের দেওয়া বালতিগুলি হবে 10 লিটারের । অন্যদিকে, বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার ধারে বসানো হবে এই দুই রংয়ের ডাস্টবিন । সেগুলি 40 লিটারের হবে ।