পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim slams BJP: আতিক আহমেদ হত্যার প্রসঙ্গ টেনে কালিয়াগঞ্জকাণ্ডে পালটা বিজেপিকে তোপ ফিরহাদের - বিজেপিকে বিঁধতে গিয়ে উত্তর প্রদেশে

কালিয়াগঞ্জে পুলিশের ভূমিকা প্রসঙ্গে বিজেপিকে বিঁধতে গিয়ে উত্তর প্রদেশে পুলিশি হেফাজতে থাকাকালীন মাফিয়া আতিক আহমেদকে গুলি করে হত্যার ঘটনা টেনে আনলেন ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশের পুলিশের মতো গুলি করে মারে না এখানকার পুলিশ ৷ কালিয়াগঞ্জে পুলিশের ভূমিকা প্রসঙ্গে বিজেপিকে তোপ ফিরহাদের

Etv Bharat
বিজেপিকে তোপ ফিরহাদের

By

Published : Apr 29, 2023, 10:39 PM IST

Updated : Apr 29, 2023, 10:54 PM IST

বিজেপিকে তোপ ফিরহাদের

কলকাতা, 29 এপ্রিল: উত্তরপ্রদেশের মতো এখানে পুলিশ গুলি করে মারে না, কালিয়াগঞ্জে পুলিশের ভূমিকা প্রসঙ্গে বিজেপিকে পালটা কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম ৷ নাবালিকার মৃত্যুর পর গুলিতে মৃত্যু হয় এক যুবকের ৷ পরিবারের অভিযোগ পুলিশের গুলিতেই মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই যুবকের ৷ এরপরই আসরে নামে বিজেপি ৷ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে একের পর এক তোপ দেগেছে পদ্ম শিবির ৷ এবার তার পালটা দিলেন ফিরহাদ ৷

কালিয়াগঞ্জ নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ উত্তেজনা কমার কোনও লক্ষণই নেই ৷ ঘরে ঢুকে পুলিশকে উত্তেজিত জনতার বেধড়ক মারধর করার ছবিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে ৷ এরপরই পুলিশের গুলিতে তাদের কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে বলে দাবি করে বিজেপি ৷ যার প্রতিবাদে উত্তরবঙ্গ বনধের ডাকও দিয়েছিল বিজেপি ৷ সেই বনধ ঘিরেও শুক্রবার দিনভর উত্তেজনা ছিল বিভিন্ন জায়গায়। পুলিশের অতি সক্রিয় ভূমিকার নিন্দায় সরব হয়ে কলকাতার রাস্তাতেও প্রতিবাদ মিছিল করে বিজেপি। শনিবার পুলিশের বিরুদ্ধে ওঠা অতি সক্রিয়তার অভিযোগের পালটা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সম্প্রতি উত্তর প্রদেশে পুলিশি হেফাজতে থাকাকালীন মাফিয়া আতিক আহমেদকে গুলি করে হত্যার ঘটনা টেনে আনেন ফিরহাদ ৷ তিনি বলেন, "এখানকার পুলিশ অন্তত বিজেপি শাসিত উত্তর প্রদেশের পুলিশের মত নয় ৷ হতে হাতকড়া পড়িয়ে সেই অবস্থায় গুলি করিয়ে মারবে ৷ এখানে অপরাধীকে গ্রেফতার করে আদালতে তোলা হয় ৷" কালিয়াগঞ্জকাণ্ড এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গে বিজেপির বনধ রোধে পুলিশের ভূমিকা এবং প্রতিবাদ মিছিলের জেরে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ'কে লালবাজারে রাতভর আটক করে রাখা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব | বিজেপির বিরুদ্ধে রাজ্য পুলিশ অতি সক্রিয় বলেও অভিযোগ করেছে তারা ।

পাশাপাশি বিজেপি কর্মীদের উপর শাসকদলের আক্রমণ ও কর্মী খুন হলে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি । সেই প্রশ্নের এদিন পালটা জবাব দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি এদিন বিজেপির উদ্দেশ্য প্রশ্ন ছুঁড়ে বলেন, "পুলিশকে ওভাবে মারলেন কেন ? পুলিস বাড়িতে ঢুকে আশ্রয় চাইল | বের করে মারলেন কেন ? আপনারা অরাজকতা ছড়াচ্ছেন | সেটা আটকাতে গেলেই দোষ ! পুলিসকে খুন করার চেষ্টা করছেন | পুলিশ হওয়া কি অপরাধ ? ওঁরা আপনার আমার বাড়ির ছেলে নয় ?" এরপরই ফিরহাদ জানান, তারা অন্তত উত্তরপ্রদেশের পুলিশের মতো হাতকড়া পড়া অবস্থায় গুলি করিয়ে খুন করে না । সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী অভিযোগ করেন, উত্তরপ্রদেশে অপরাধীকে পুলিশ নিরাপত্তা দিতে পারে না ৷ ফিরহাদ বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের ৷ অরাজকতা ছড়ালে পুলিশ কিছু বলবে না ? পুলিস সব জায়গায় সক্রিয় বলেই তো পুলিশকে বাধা দিয়ে মারা হয়েছে ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলের সিদ্ধান্ত যথাসময়ে, বললেন রাজ্যপাল

Last Updated : Apr 29, 2023, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details