কলকাতা, 4 অগস্ট: কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞসাবাদ সংক্রান্ত মামলায় হাইকোর্টের প্রশ্মের মুখে ইডি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির কাছে সরাসরি জানতে চাইলেন, "কেন এখনও চার্জ গঠন হয়নি?" একই সঙ্গে, বিচারপতি প্রশ্ন করেন, "এই কেসে দেখেছি পর্যাপ্ত নথি থাকা সত্ত্বেও এখনো চার্জ ফ্রেম হয়নি ৷ কারণ কী?" এরপরই বিচারপতি বলেন, "শেষ পাঁচ বছরে ইডি কতগুলো এই ধরনের কেসের তদন্ত শেষ করেছে তার তথ্য দিন।" যদিও অভিষেকের তরফে রক্ষাকবচের আবেদন করা হলেও তা নিয়ে কোনও লিখিত নির্দেশ দেননি বিচারপতি ৷ মৌখিকভাবে তিনি শুধু জানান, তিনি আশা করছেন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।
অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এমভি রাজু বিচারপতির প্রশ্নের উত্তরে বলেন, "ইডি সাধারণত কোনও ছোট কেসে হাত দেয় না। এই মামলা অত্যন্ত বৃহত্তর স্ক্যামের সঙ্গে যুক্ত। দিনের পর দিন নতুন নতুন অভিযুক্তদের খোঁজ পাওয়া যাচ্ছে। নতুন নতুন দূর্নীতির ঈঙ্গিত পাওয়া যাচ্ছে।" এমনকী অভিযুক্তরা অনেকেই তদন্তের সঙ্গে সহযোগিতা করছেন না বলেও আদালতে জানান ইডি'র আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে অবশ্য আইনজীবী অভিষেক মনু সিংভি পালটা সওয়াল করেন, "2022 সালের জুন থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। এতদিন কোথাও অভিষেকের নাম আসেনি।" সিংভির দাবি, ইডি'র পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিট বা অন্য কোথাও তাঁর মক্কেলের নাম নেই। কিন্তু হঠাৎ করে সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেওয়ায় তাঁকে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। এর সঙ্গেই, ফের অভিষেকের রক্ষাকবচ চেয়ে আদালতে সওয়াল করেন সিংভি ৷ আপাতত যাতে অভিষেককে গ্রেফতার না করা হয়, তার জন্য আদালত সুরক্ষাকবচ দিক বলেও আর্জি জানান সিংভি।
অন্যদিকে, অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল এম ভি রাজু বলেন, "প্রাইমারি শিক্ষক নিয়োগ দূর্নীতির তদন্ত চলছে। সেখানে যে আর্থিক লেনদেন হয়েছে তা খতিয়ে দেখার জন্যই তাঁকে ডাকা হয়েছে জিজ্ঞসাবাদে। অত্যন্ত গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে। বহু গরিব পরিবারের ছেলে মেয়েদের থেকে টাকা নেওয়া হয়েছে। কখন, কীভাবে তদন্ত হবে সেটা এজেন্সির হাতেই ছেড়ে দেওয়া উচিত। সমন পাঠিয়ে জিজ্ঞসাবাদ করতে ডাকা মানেই তাঁকে হেনস্থা করা হচ্ছে কেন ভাবছেন তিনি? উনি এত প্রভাবশালী যে ওঁকে জিজ্ঞসাবাদেই ডাকা যাবে না? তাহলে তো তদন্তই অসম্পূর্ণ থেকে যাবে! তিনি যদি নির্দোষ হন তাহলে কেন গ্রেফতারের ভয় পাচ্ছেন? কেন সমন এড়িয়ে যাছেন? আসলে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরোক্ষে জামিন নেওয়ার কৌশল অবলম্বন করেছেন।"
তিনি এদিন আরও সুপ্রিমকোর্টের একাধিক নির্দেশ উল্লেখ করে বলেন, "একটা স্বাধীন এজেন্সির তদন্তে কোনও আদালতই হস্তক্ষেপ করতে পারে না।
একাধিক মন্ত্রী গ্রেফতার হয়েছেন। বিপুল টাকার লেনদেন হয়েছে শিক্ষক নিয়োগ দূর্নীতিতে।" কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর ফোন থেকে একাধিক প্রভাবশালী ব্যাক্তির কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে। কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্রর একাধিক নথি থেকে বিভিন্ন প্রভাবশালীর যোগসুত্র পাওয়া যাচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন না, যে তিনি সম্পূর্ণ নির্দোষ এমনটাই দাবি ইডি'র আইনজীবীর । আইনজীবী বলেন, "তাঁর সঙ্গে এদের সাথে কোনও যোগ নেই। ইডি বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। কিন্তু যোগ তো থাকতেই পারে! তদন্ত হোক। দেখা যাক। ইডিকে তদন্ত করতে দিতে বাধা কোথায়?"
Cal High Court on Abhishek: অভিষেকের রক্ষাকবচে লিখিত নির্দেশ দিলেন না বিচারপতি, হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি - ইডি
মিলল না রক্ষাকবচের লিখিত নির্দেশ ৷ অভিষেক মামলায় কেন চার্জ গঠন হয়নি, তা নিয়ে ইডি'র উপর উস্মা প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷ শেষ পাঁচ বছরে ইডি কতগুলো এই ধরনের মামলার তদন্ত শেষ করেছে তার তথ্য চাইলেন বিচারপতি ৷
আরও পড়ুন: 'সত্যের জয় হবেই', সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খুললেন রাহুল
অন্যদিকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মূল মামলাকারী সৌমেন নন্দীর তরফে বলেন, "সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলায় যাতে তদন্ত চলে তার নির্দেশ দিয়েছে।" বিকাশ ভট্টাচার্যকে বিচারপতি প্রশ্ন করেন, "ইডি'র বক্তব্য বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই ভিত্তিতেই তারা তদন্ত করছে। আপনিও কি তাই মনে করেন?" যার উত্তরে বিকাশ ভট্টাচার্য বলেন, "হ্যাঁ। কারণ কুন্তল ঘোষ যা বলে অভিযোগ করেছিলেন আলিপুর আদালতের বিচারককে। সেই একই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।" সব পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি জানান, ফের এই মামলার শুনানি আগামী 17 অগস্ট। সব পক্ষের উপস্থিতিতে আদালত মৌখিক ভাবে জানিয়েছে আশা করা যায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ হবে না।