পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BSF-BGB Meet: ভারত-বাংলাদেশ সীমান্ত অপরাধমুক্ত করতে যৌথ পরিকল্পনা বিএসএফ-বিজিবি-র - ভারত বাংলাদেশ সীমান্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh border) অপরাধমুক্ত করতে যৌথ পরিকল্পনা গ্রহণ করল বিজিবি ও বিএসএফ (BSF-BGB Meet)৷ দু দেশের বাহিনীর প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয় নিউটাউনে ৷

Joint plan of BSF and BGB to make India-Bangladesh border crime free
ভারত-বাংলাদেশ সীমান্ত অপরাধমুক্ত করতে যৌথ পরিকল্পনা বিএসএফ-বিজিবি-র

By

Published : Nov 16, 2022, 1:48 PM IST

Updated : Nov 17, 2022, 6:56 AM IST

কলকাতা, 16 নভেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) অপরাধমুক্ত করার যৌথ পরিকল্পনা নিল বিজিবি (বর্ডার গার্ডস বাংলাদেশ) ও বিএসএফ (BSF-BGB Meet)। বিএসএফ প্রতিনিধি দলের সঙ্গে বিজিবি প্রতিনিধি দলের বৈঠকে সীমান্ত অপরাধমুক্ত করতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে (Joint plan of BSF and BGB)।

দুই দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে কলকাতার নিউটাউনে চারদিনের সম্মেলন শুরু হয়েছে । আজ বুধবার সম্মেলেনের শেষ দিন । তার আগে 15 নভেম্বর অর্থাৎ গতকাল মঙ্গলবার উভয় বাহিনীর কমান্ডারদের দ্বারা জেআরডি (জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন) স্বাক্ষরিত হয় । দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধানরা নিরাপত্তা রক্ষায় যৌথ ভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার পরিকল্পনা নিয়েছে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্ট্রিয়ার আইজি আইপিএস ড. অতুল ফুলঝেলে বলেন, "সীমান্তের দুপাশেই অপরাধী রয়েছে । বিএসএফ ও বিজিবি প্রতিটি স্তরে একসঙ্গে কাজ করবে । অপরাধীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করবে ।"

ভারত-বাংলাদেশ সীমান্ত অপরাধমুক্ত করতে যৌথ পরিকল্পনা বিএসএফ-বিজিবি-র

বিজিবি প্রতিনিধি দলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান বলেন, "উভয় সীমান্ত নিরাপত্তা বাহিনীকে সীমান্তে শান্তি বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে । বন্ধুত্বপূর্ণ মতামত বিনিময়, সহযোগিতা, সমন্বয় এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উভয় সেনাবাহিনী সঠিক দৃষ্টিকোণে বিভিন্ন সীমান্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবে । এই আলোচনা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করবে ।"

আরও পড়ুন:ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীদের সম্প্রীতির ম্যাচ

দক্ষিণবঙ্গ ফ্রন্ট্রিয়ারের আইজি আরও জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের জটিল ও গতিশীল প্রকৃতির পরিপ্রেক্ষিতে বিএসএফ এবং বিজিবি সীমান্ত ব্যবস্থাপনার কার্যকরী বাস্তবায়নে একে অপরের পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । উভয় সেনাবাহিনীর সংঘাত নিরসনের প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন খুবই উৎসাহব্যঞ্জক । তিনি আশ্বস্ত করেছেন যে, বিএসএফ এই সভার মাধ্যমে তৃণমূল স্তরে সচেতনতা বাড়াবে । যাতে সমস্যাগুলি খুব সহজে সমাধান করা যায় । "সমন্বিত সীমা প্রবন্ধন যোজনা" (সিবিএমপি) এমন একটি হাতিয়ার । যা সীমান্ত ব্যবস্থাপনার জন্য উভয় সেনাবাহিনী দ্বারা তৈরি করা হয়েছে । এটি প্রকৃত অর্থে বাস্তবায়নের দায়িত্ব সীমান্তে কর্তব্যরত উভয় বাহিনীর কাঁধে ।

এ দিন সম্মেলনে উপস্থিত ছিলেন 11 সদস্যের বিজিবি প্রতিনিধি । দলের নেতৃত্বে ছিলেন উত্তর পশ্চিমাঞ্চল রংপুর এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান । এসডব্লিউ এরিয়া কমান্ডার কেএম আজাদ প্রমুখ । আর 11 সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর জেনারেল আইপিএস ড. অতুল ফুলঝেলে । এ ছাড়াও ছিলেন বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অজয় ​​সিং, গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি কমলজিৎ সিং বন্যাল প্রমুখ ।

Last Updated : Nov 17, 2022, 6:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details