পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজস্থান থেকে বৌবাজারে এসে লকডাউনে গৃহবন্দী স্বর্ণশিল্পীরা - Jewellery makers from Rajasthan stucked due to lockdown

কাজের সূত্রে রাজস্থান থেকে কলকাতা এসেছিলেন ৷ চার বছর ধরে এখানেই রয়েছেন ৷ তবে, লকডাউনের ফলে সমস্যায় দিন কাটাচ্ছেন স্বর্ণশিল্পীরা ৷

আনন্দচক জুয়েলারি মার্কেট
আনন্দচক জুয়েলারি মার্কেট

By

Published : Apr 20, 2020, 7:35 PM IST

কলকাতা, 20 এপ্রিল : চার বছর আগে কাজের খোঁজে রাজস্থান থেকে কলকাতায় আসা ৷ কলকাতার বৌবাজারের সোনাপট্টিতে তাঁদের কাজে জোগাড় করে দিয়েছিলেন রাজস্থানে গ্রামের এক পরিচিত ৷ তারপর থেকে আনন্দচকই তাঁদের ঠিকানা ৷ কিন্তু, লকডাউনের ফলে সব হারাতে বসেছেন তাঁরা ৷ এমনই আশঙ্কার কথা নিজেরাই জানালেন মুকেশ কুমার ও দীনেশ কুমার ৷

বউবাজার আনন্দচক ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে দেওয়া নোটিস

125 বি বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের আনন্দচক বউবাজার সোনাপট্টির কারিগরদের রুটিরুজির জায়গা ৷ 200-র বেশি স্বর্ণশিল্পী এই আনন্দচকে কাজ করেন ৷ বিভিন্ন দোকানের প্রয়োজন অনুসারে অর্ডারও সরবরাহ করে থাকেন ৷ ভিনরাজ্যের স্যাকরারা এই আনন্দচকে আসেন ৷ বরাত নিয়ে কাজ করেন, তারপর ফিরে যান ৷ কেউ কেউ নিয়মিত বরাত পেলে থেকেও যান ৷ মুকেশ ও দীনেশ একইভাবে সোনাপট্টিতে এসেছিলেন ৷ তারপর থেকে চারবছর আনন্দচকেই সোনার কাজ করে দিন গুজরান করতেন ৷

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের আভাস মিলতেই রাজস্থান ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা ৷ তবে ট্রেনে জায়গা পাননি ৷ বাধ্য হয়ে ফিরে আসতে হয় আনন্দচকেই ৷ যে দোকানে কাজ করতেন, সেই দোকানের মালিক তিন বেলার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ৷ খাবারের চিন্তা নেই ৷ কিন্তু, বাইরে যাওয়াটাও বিপদের হয়ে দাঁড়িয়েছে মুকেশের কাছে ৷ বাইরে বের হলেই পুলিশ লাঠিপেটা করছে ৷ এদিকে, পায়ে রড বসানো থাকায় পুলিশের মারে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মুকেশ ৷

আনন্দচকে আটকে পড়া ভিনরাজ্যের স্যাকরারা

তবে, রাজস্থানে পরিবারের সঙ্গে ফোনে নিয়মিত কথা হয় ৷ ফিরে যেতে বললেও বাড়ি ফেরার কোনও উপায় পাচ্ছেন না তাঁরা ৷ কবে ফিরতে পারবেন, কবে সব কিছু স্বাভাবিক হবে, এক অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details