কলকাতা, 20 এপ্রিল : চার বছর আগে কাজের খোঁজে রাজস্থান থেকে কলকাতায় আসা ৷ কলকাতার বৌবাজারের সোনাপট্টিতে তাঁদের কাজে জোগাড় করে দিয়েছিলেন রাজস্থানে গ্রামের এক পরিচিত ৷ তারপর থেকে আনন্দচকই তাঁদের ঠিকানা ৷ কিন্তু, লকডাউনের ফলে সব হারাতে বসেছেন তাঁরা ৷ এমনই আশঙ্কার কথা নিজেরাই জানালেন মুকেশ কুমার ও দীনেশ কুমার ৷
125 বি বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের আনন্দচক বউবাজার সোনাপট্টির কারিগরদের রুটিরুজির জায়গা ৷ 200-র বেশি স্বর্ণশিল্পী এই আনন্দচকে কাজ করেন ৷ বিভিন্ন দোকানের প্রয়োজন অনুসারে অর্ডারও সরবরাহ করে থাকেন ৷ ভিনরাজ্যের স্যাকরারা এই আনন্দচকে আসেন ৷ বরাত নিয়ে কাজ করেন, তারপর ফিরে যান ৷ কেউ কেউ নিয়মিত বরাত পেলে থেকেও যান ৷ মুকেশ ও দীনেশ একইভাবে সোনাপট্টিতে এসেছিলেন ৷ তারপর থেকে চারবছর আনন্দচকেই সোনার কাজ করে দিন গুজরান করতেন ৷