কলকাতা, 5 জানুয়ারি : হাসপাতাল থেকে রোগীর পথ্য হিসেবে যে খাবার দেওয়া হয়, তাতে রয়েছে পোকা ৷ খাবার বদলে নতুন খাবার দেওয়ার পর দেখা যায়, তাতেও পোকা রয়েছে ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের এই ঘটনায় অভিযোগ জানানো হয় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে ৷ ঘটনায় 20 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কমিশন ৷
রোগীর খাবারে পোকা, 20 হাজার টাকা জরিমানা হাসপাতালের - WBERC
রোগীকে পথ্য হিসেবে দেওয়া খাবারে পাওয়া যায় পোকা ৷ খাবার বদলে যে খাবার দেওয়া হয়, তাতেও পোকা পাওয়া যায় ৷ পরে ওয়েস্ট বেঙ্গল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে অভিযোগ জানানো হয় ৷ ঘটনায় হাসপাতালকে 20 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কমিশন ৷
কমিশনের ওই নির্দেশে জানানো হয়েছে, হাসপাতাল থেকে দেওয়া রোগীর পথ্যে পোকা রয়েছে ৷ বিষয়টি হাসপাতালে জানানো পর সংশ্লিষ্ট রোগীর পথ্য হিসেবে দেওয়া ওই খাবার বদলে দেওয়া হয় ৷ তবে, বদলে দেওয়া খাবারেও পোকা দেখা যায় ৷ এমন অভিযোগ পেয়ে তদন্ত করে কমিশন ৷ এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কমিশন জানতে পারে, পথ্য হিসেবে রোগীদের খাবার যে সংস্থা সরবরাহ করত, সেই সংস্থাকে নোটিস দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অন্য সংস্থাকে দিয়ে রোগীদের খাবার সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ নতুন সংস্থার কাজ শুরুর আগে ট্রানজ়িশনাল পিরিয়ডে রোগীর খাবারে পোকা থাকার অভিযোগ উঠেছিল ৷
কমিশনের নির্দেশে আরও জানানো হয়, হাসপাতালে ভরতি থাকা রোগীর খাবারে পোকা রয়েছে, এটা গুরুতর অভিযোগ ৷ বিষয়টি খতিয়ে দেখে বেসরকারি ওই হাসপাতালকে 20 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ দুই সপ্তাহের মধ্যে এই টাকা অভিযোগকারীকে দেওয়ার কথা বলা হয়েছে ৷ তবে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য বেসরকারি হাসপাতালকে সতর্কও করা হয়েছে ৷