কলকাতা, 18 অগাস্ট : এখনও অধরাই নেতাজির অন্তর্ধান রহস্য । এই অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী । তবে সুভাষচন্দ্র বসুর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা জানার অধিকার মানুষের আছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এইদিকে নেতাজির সব ফাইল প্রকাশ করা হয়নি বলে সম্প্রতি কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ।
1945-র 18 অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন অনেক বিশেষজ্ঞ । যদিও এই দাবির স্বপক্ষে এখনও কোনও পোক্ত প্রমাণ নেই । তবে এইদিনের পর আর খোঁজ পাওয়া যায়নি নেতাজির । 2015 সালের সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেতাজির ফাইলগুলি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেয় । রাজ্য সরকারের অধীনে থাকা 64টি ফাইল 18 সেপ্টেম্বর প্রকাশ করা হয় । কলকাতা পুলিশের সংগ্রহশালায় রাখা হয় ফাইলগুলিকে । কেন্দ্রের কাছেও অন্যান্য ফাইলগুলি প্রকাশ্যে আনার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী । ফাইলগুলি প্রকাশ্যে এলে নেতাজির অন্তর্ধানের রহস্য কিছুটা স্পষ্ট হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা ।
নেতাজির 75তম অন্তর্ধান দিবসের কয়েকদিন আগে ফাইল প্রকাশ্যে আনার বিষয়টিকে আরও একবার উসকে দেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর । তিনি অভিযোগ করেন, কেন্দ্রের তরফে নেতাজির এখনও সব ফাইল প্রকাশ করা হয়নি । সম্প্রতিই নয়, এর আগেও সংসদের বাইরে ও ভিতরে বারবার নেতাজির অন্তর্ধান তথ্যে স্বচ্ছতার দাবি করে এসেছেন সুখেন্দুশেখর । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদসংস্থার সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রের তরফে এখনও নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনা হয়নি । এখনও প্রধানমন্ত্রীর দপ্তরে ও প্রতিরক্ষামন্ত্রকের কাছে অনেক নথি রয়েছে । "