কলকাতা, 24 ডিসেম্বর: বছর শেষের রবিবারে শীতের আমেজ কার্যত উধাও ৷ শীতবস্ত্রে সেজেগুজে যাঁরা বড়দিনের উৎসবে মাতবেন বলে ঠিক করেছিলেন, তাঁরা আশাহত হবেন ৷ 25 ডিসেম্বরে শহর সাজলেও শীত সঙ্গ দেবে না বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ পূর্বাভাস অনুযায়ী, বর্ষশেষের রাতেও ঠান্ডা ফেরতের সম্ভাবনা কম ৷
আলিপুরে হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে বলেন, "পারদ চড়ছে দক্ষিণবঙ্গে ৷ বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেড়েছে ৷ আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি চলবে ৷ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ মেঘলা আকাশ থাকবে ৷ কেবলমাত্র পশ্চিমের জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ দুই বঙ্গেই আগামী এক সপ্তাহ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে ৷"
এই পূর্বাভাস আদতে বড়দিন এবং বর্ষশেষের রাতে জমিয়ে শীত না পড়ারই ইঙ্গিত ৷ ইতিমধ্যে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে চলে গিয়েছে ৷ আকাশও আংশিক মেঘলা থাকছে ৷ রৌদ্রজ্জ্বল দিন সেভাবে মিলছে না ৷ বদলে ভোরে ঘন কুয়াশা দৃষ্টিপথে বাধা ঘটাচ্ছে ৷ রেল এবং সড়ক পথে গাড়ি কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না ৷ সবমিলিয়ে শীতের চেনা কামড় যা কয়েকদিন আগেও পাওয়া যাচ্ছিল, তা নেই ৷
হাওয়া অফিস আগেই এই 'শীত চুরি'র কথা জানিয়েছিল ৷ তবে দারুণভাবে ইনিংস শুরু করে শীত এখনই বিদায় নিল এখনই এমন ভাবার কারণ নেই ৷ নতুন বছরে শীত ফিরবে ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ এবং সর্বনিম্ন 53 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সঙ্গে থাকবে কুয়াশার দাপট ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 17 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷
আরও পড়ুন:
- ভাগ্যে ক্ষতির সম্ভাবনা নেই তো! বড়দিনের আগে জেনে নিন আপনার রাশিফল
- রবিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান, শনিতে ব্রিগেডে চলল শেষ প্রস্তুতি
- গাড়ি নয় বাজার মাতাচ্ছে কোটি টাকার ঘোড়া, উত্তরপ্রদেশের 'রাধা'তেই নজর সকলের