পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুয়াশার দাপটে রেল-সড়ক পথে যান চলাচলে দেরি, বড়দিনে পারদ আরও চড়তে পারে - জমিয়ে শীতের আমেজ

West Bengal Weather Update: বঙ্গে শীতের আগমন জমিয়ে হলেও বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এমনকী বর্ষবরণের দিনেও তা মিলবে না বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat
বড়দিনে কুয়াশার দাপট থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়বে না

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 8:24 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর: বছর শেষের রবিবারে শীতের আমেজ কার্যত উধাও ৷ শীতবস্ত্রে সেজেগুজে যাঁরা বড়দিনের উৎসবে মাতবেন বলে ঠিক করেছিলেন, তাঁরা আশাহত হবেন ৷ 25 ডিসেম্বরে শহর সাজলেও শীত সঙ্গ দেবে না বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ পূর্বাভাস অনুযায়ী, বর্ষশেষের রাতেও ঠান্ডা ফেরতের সম্ভাবনা কম ৷

আলিপুরে হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে বলেন, "পারদ চড়ছে দক্ষিণবঙ্গে ৷ বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেড়েছে ৷ আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি চলবে ৷ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ মেঘলা আকাশ থাকবে ৷ কেবলমাত্র পশ্চিমের জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ দুই বঙ্গেই আগামী এক সপ্তাহ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে ৷"

এই পূর্বাভাস আদতে বড়দিন এবং বর্ষশেষের রাতে জমিয়ে শীত না পড়ারই ইঙ্গিত ৷ ইতিমধ্যে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে চলে গিয়েছে ৷ আকাশও আংশিক মেঘলা থাকছে ৷ রৌদ্রজ্জ্বল দিন সেভাবে মিলছে না ৷ বদলে ভোরে ঘন কুয়াশা দৃষ্টিপথে বাধা ঘটাচ্ছে ৷ রেল এবং সড়ক পথে গাড়ি কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না ৷ সবমিলিয়ে শীতের চেনা কামড় যা কয়েকদিন আগেও পাওয়া যাচ্ছিল, তা নেই ৷

হাওয়া অফিস আগেই এই 'শীত চুরি'র কথা জানিয়েছিল ৷ তবে দারুণভাবে ইনিংস শুরু করে শীত এখনই বিদায় নিল এখনই এমন ভাবার কারণ নেই ৷ নতুন বছরে শীত ফিরবে ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ এবং সর্বনিম্ন 53 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সঙ্গে থাকবে কুয়াশার দাপট ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 17 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আরও পড়ুন:

  1. ভাগ্যে ক্ষতির সম্ভাবনা নেই তো! বড়দিনের আগে জেনে নিন আপনার রাশিফল
  2. রবিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান, শনিতে ব্রিগেডে চলল শেষ প্রস্তুতি
  3. গাড়ি নয় বাজার মাতাচ্ছে কোটি টাকার ঘোড়া, উত্তরপ্রদেশের 'রাধা'তেই নজর সকলের

ABOUT THE AUTHOR

...view details