আলিপুর আবহাওয়া অফিসের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আবহাওয়ার পূর্বাভাস কলকাতা, 31 অগস্ট: চলতি মরশুমে প্রথমবার উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ তবে আপাতত শুষ্ক গরম বজায় থাকবে ৷ সঙ্গে দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি ৷ সপ্তাহশেষে একটু আরাম দেবে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপ ৷ আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "শনিবার 2 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ এই সময় উত্তরবঙ্গে তুলনায় কম বৃষ্টিপাত হবে ৷" এবারের বর্ষায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণবঙ্গে ঘাটতি রয়েই গিয়েছে ৷ এবার খানিকটা উলটো ছবি দেখা যেতে পারে।
আজ অগস্ট মাসের শেষ দিনে অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম অব্যাহত থাকবে ৷ আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাত্তয়ায় বদল আসতে চলেছে ৷ আজ এবং আগামিকাল উপকূলবর্তী দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ তবে তা অস্বস্তিকর গরম থেকে স্বস্তি দিতে পারবে না বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর ৷
আরও পড়ুন: পারিবারিক অশান্তিতে বৃষ, বাকিদের কেমন কাটবে দেখে নিন
এই আবহাওয়ার পরিবর্তন হবে 2 সেপ্টেম্বর থেকে ৷ শনিবার থেকে সেখানেও বৃষ্টি বাড়বে ৷ সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়ের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এর প্রভাবে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে ৷
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ৷ আপাতত বৃষ্টির পরিমাণ কমই থাকবে ৷ মালদা, দুই দিনাজপুর-সহ নীচের দিকের তিনটি জেলায় তাপমাত্রার সঙ্গেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷
শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের প্রায় পুরোটা এরকম আবহাওয়া থাকতে পারে ৷ আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ৷ সামান্য বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও ৷
আজ বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷ তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে ৷ তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে ৷
আরও পড়ুন: বাবর-ইফতিখারের রেকর্ড পার্টনারশিপে এশিয়া কাপে নেপাল 'বধ' পাকিস্তানের
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকছে। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ৷ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় অস্বস্তি অনেকটাই বেড়েছে ৷ আংশিক মেঘলা আকাশ ৷ বৃষ্টির সম্ভাবনা কম ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 56 শতাংশ ৷ আজ, বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷