কলকাতা, 15 জুলাই: মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলেছে । উত্তরবঙ্গের উপর থাকা মৌসুমী অক্ষরেখা এবার দক্ষিণবঙ্গের দিকে ৷ আগে হাওয়া অফিস শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছিল ৷ পূর্বাভাস ছিল, শনিবার থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে ৷ তার জায়গায় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ৷ সেই অনুযায়ী শনি ও রবিবার রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা কম ৷
মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থানের বিকানের, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, সাতনা, বিহারের গয়া হয়ে মালদার উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচলপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ৷ ধীরে ধীরে তা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হচ্ছে ৷
পাশাপাশি 16 জুলাই রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ৷ ফলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ৷ যদিও দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এর মধ্যে আজ থেকে দক্ষিণে বৃষ্টি কিছুটা বাড়তে পারে । ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ৷