পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: নববর্ষে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নেই - Heatwave Orange Alert

আজ পয়লা বৈশাখ ৷ তবে রাজ্যে রাজনৈতিক পারদের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পারদও চড়তে শুরু করেছে ৷ বিভিন্ন জায়গার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে ৷ কোথাও 42 ডিগ্রিও পেরিয়েছে ৷ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷

Summer
গরম

By

Published : Apr 15, 2023, 6:49 AM IST

Updated : Apr 15, 2023, 7:05 AM IST

পয়লা বৈশাখে হাওয়া অফিস কমলা সতর্কতা জারি করল

কলকাতা, 15 এপ্রিল: তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস ৷ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী ৷ তাই দক্ষিণবঙ্গের জন্য এই সতর্কতা ৷ গত পাঁচ বছরে এপ্রিল মাসে বঙ্গে এমন তীব্র তাপপ্রবাহের দেখা মেলেনি ৷ এর সঙ্গে এত দীর্ঘসময় ধরে ঝড়-বৃষ্টিহীন আবহাওয়ার সঙ্গে তাপমাত্রার পারদ চড়ার নজিরও তেমন নেই ৷ সাধারণত, প্রচণ্ড গরমের পর ঝড়-বৃষ্টি হয় আর একটু স্বস্তি মেলে ৷ ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁয়েছে ৷ আজ বাংলা বছরের প্রথম দিনে তাই থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷

বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যের উষ্ণতম অঞ্চল বর্ধমানের পানাগড় ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.9 ডিগ্রি সেলসিয়াস ৷ দ্বিতীয় স্থানে বাঁকুড়া, তাপমাত্রার পারদ সেখানে 42.7 ডিগ্রিতে পৌঁছেছে ৷ পারদ চড়ার ক্রমতালিকায় পরপর রয়েছে পুরুলিয়া 42.3 ডিগ্রি, বর্ধমান 42.2 ডিগ্রি, সল্টলেক 42.1 ডিগ্রি সেলসিয়াস ৷

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে পারদ কম-বেশি 41 ডিগ্রিতে অবস্থান করছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ চড়ছে ৷ সেখানে উষ্ণতম জেলা মালদা 40.3 ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, আগামী পাঁচদিন তাপপ্রবাহ চলবে ৷ কলকাতায় এর আগে 2016 সালের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি হয়েছিল ৷ বৃহস্পতিবার কলকাতার আলিপুরের তাপমাত্রা ছিল 41 ডিগ্রি ৷ ব্যারাকপুরেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি ৷ দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস ৷

আলিপুর হাওয়া অফিস থেকে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ হাওয়া অফিস জানিয়েছে- 2016 সালের পর 2023 সালের এপ্রিলে আবার বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা 41 ডিগ্রিতে পৌঁছেছে । এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আবহাওয়া শুকনোই থাকবে ৷ সুস্থ থাকতে বারবার জল খেতে হবে ৷ প্রয়োজন ছাড়া রোদে না-বেরনোই ভালো ৷ আগামী পাঁচ দিন এই রকম তাপপ্রবাহ চলবে ৷ এই পরিস্থিতি আরও এক-দুদিন বাড়ার আশঙ্কা আছে ৷ অর্থাৎ সোমবারের পরেও তাপপ্রবাহ চলতে পারে দক্ষিণবঙ্গে ৷ দক্ষিণের প্রায় সব জেলাতেই তাপমাত্রা আরও 1-2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ৷ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে ৷ শনিবার নববর্ষে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি হত পারে ৷ ইতিমধ্যে লু বইতে শুরু করেছে ৷

উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও 2-4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ৷ তাপপ্রবাহ না-হলেও সেইরকম পরিস্থিতিই থাকবে ৷ শুক্রবার কলকাতা ও তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74 শতাংশ ও সর্বনিম্ন 25 শতাংশ ৷ আজ শনিবার পয়লা বৈশাখে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 41 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: নববর্ষের শুরুটা কার কেমন হবে? জানুন রাশিফলে

Last Updated : Apr 15, 2023, 7:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details