কলকাতা, 15 এপ্রিল: তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস ৷ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী ৷ তাই দক্ষিণবঙ্গের জন্য এই সতর্কতা ৷ গত পাঁচ বছরে এপ্রিল মাসে বঙ্গে এমন তীব্র তাপপ্রবাহের দেখা মেলেনি ৷ এর সঙ্গে এত দীর্ঘসময় ধরে ঝড়-বৃষ্টিহীন আবহাওয়ার সঙ্গে তাপমাত্রার পারদ চড়ার নজিরও তেমন নেই ৷ সাধারণত, প্রচণ্ড গরমের পর ঝড়-বৃষ্টি হয় আর একটু স্বস্তি মেলে ৷ ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁয়েছে ৷ আজ বাংলা বছরের প্রথম দিনে তাই থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷
বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যের উষ্ণতম অঞ্চল বর্ধমানের পানাগড় ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.9 ডিগ্রি সেলসিয়াস ৷ দ্বিতীয় স্থানে বাঁকুড়া, তাপমাত্রার পারদ সেখানে 42.7 ডিগ্রিতে পৌঁছেছে ৷ পারদ চড়ার ক্রমতালিকায় পরপর রয়েছে পুরুলিয়া 42.3 ডিগ্রি, বর্ধমান 42.2 ডিগ্রি, সল্টলেক 42.1 ডিগ্রি সেলসিয়াস ৷
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে পারদ কম-বেশি 41 ডিগ্রিতে অবস্থান করছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ চড়ছে ৷ সেখানে উষ্ণতম জেলা মালদা 40.3 ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, আগামী পাঁচদিন তাপপ্রবাহ চলবে ৷ কলকাতায় এর আগে 2016 সালের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি হয়েছিল ৷ বৃহস্পতিবার কলকাতার আলিপুরের তাপমাত্রা ছিল 41 ডিগ্রি ৷ ব্যারাকপুরেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি ৷ দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস ৷