পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের ভ্রুকূটি, বঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস

আগামী দু'দিন বঙ্গে বারিধারা বর্ষণ অব্যাহত থাকবে (Rain Possibility in Bengal)৷ হালকা শীতের আমেজে ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবেন বঙ্গবাসী ৷

ETV Bharat
আবহাওয়ার পূর্বাভাস

By

Published : Mar 19, 2023, 9:11 AM IST

আবহাওয়া কেমন থাকবে জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিক গণেশ চন্দ্র দাস

কলকাতা, 19 মার্চ: বঙ্গের বাতাসে ফের হালকা শীতের আমেজ এনে দিয়েছে বৃষ্টি । রাতে হালকা চাদর একটা টানতেই হচ্ছে । চৈত্রে হঠাৎ করে হেমন্তের ছোঁয়া । তবে শুধু হেমন্ত নয় আকাশের মুখ ভার দেখে মনে হতেই পারে বর্ষাও বুঝি দুয়ারে (Weather Forecast of Bengal)। আলিপুর আবহাওয়া অফিসের বলছে, গ্রীষ্মের শুরুতে এই আবহাওয়ার নেপথ্য কারণ ঘূর্ণাবর্ত । যার প্রভাবে আরও কয়েকটি দিন বৃষ্টি চলবে ৷

আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক গণেশ চন্দ্র দাস বলেন,"এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত । অপর একটি অক্ষরেখা উত্তর-দক্ষিণ বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত । এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে । এছাড়াও বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প । এর ফলে কালবৈশাখী হওয়ার খুব প্রবণতা রয়েছে । বিশেষ করে আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে ঘণ্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে ৷ আগামীকাল অর্থাৎ সোমবার সব জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে । সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ 22 মার্চ থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে । উত্তরবঙ্গে আগামী পাঁচদিন সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।"

এছাড়াও বিশেষ করে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শিলাবৃষ্টির পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আজ মালদা-সহ দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে 22 মার্চের পর আবহাওয়া পরিবর্তন হবে । দক্ষিণবঙ্গে 21 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা ।

শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । আজ সকাল থেকে সারাদিন আকাশের মুখ ভার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ও 21 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ঋণ দেওয়ার আগে ব্যাঙ্কগুলিকে নথি যাচাইয়ের নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details