ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : কলকাতায় কি তাপপ্রবাহের শঙ্কা ? পারদ চড়ল 38 ডিগ্রিতে - পশ্চিমবঙ্গের আবহাওয়া

কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণ পুড়ছে (West Bengal Weather Update) ৷

IMD Kolkata Heat Wave
কলকাতায় তাপপ্রবাহ
author img

By

Published : Apr 24, 2022, 7:01 AM IST

কলকাতা, 24 এপ্রিল : কলকাতায় কি তাপপ্রবাহের শঙ্কা ? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস তারই ইঙ্গিত দিচ্ছে । চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছিল হাওয়া অফিস । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও কলকাতা এবং তার আশপাশের অঞ্চল বৃষ্টি বর্জিত । তার উপর সপ্তাহের শেষ দিন রবিবার আবহাওয়ার পূর্বাভাস পারদ প্রথমবার 38 ডিগ্রি ছাড়াতে চলেছে (IMD Kolkata forecasts humid and discomforting weather)।

আংশিক মেঘলা আকাশ কিংবা ঝড়-বৃষ্টির সম্ভাবনা নয়, রবিবার সারাদিন অস্বস্তি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে । রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রিতে থাকবে । শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 38.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 24th April : আজ প্রেমের জোয়ারে ভাসবেন কারা ? জানুন রাশিফলে

আপেক্ষিক আর্দ্রতা ছিল 88 শতাংশ । সাধারণত 40 ডিগ্রিতে পারদ না চড়লে তাপপ্রবাহ বলা হয় না । ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহ চলেছে । তাই পারদের ঊর্ধ্বগতি কলকাতাতে তাপপ্রবাহের আশঙ্কা তৈরি করেছে । সপ্তাহান্তে বৃষ্টির বদলে চাঁদিফাটা গরমে পুড়ছে কলকাতা । চিকিৎসকরা ইতিমধ্যে দরকার না থাকলে অযথা বাইরে বেরতে নিষেধ করেছেন । বিশেষ করে বেলা 11টা থেকে 3টের মধ্যে ঘরে বা ছায়ায় থাকার পরামর্শ দিচ্ছেন । বেশি করে জল খাওয়ার কথা বলেছেন । ছাতা এবং রোদ চশমা ব্যবহার আবশ্যিক বলেছেন । রাস্তার কাটা ফল না খেতে বলছেন চিকিৎসকরা ।

শহর কলকাতা পুড়লেও উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিতে ভিজে চলেছে । বিশেষ করে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং সঙ্গে সিকিমের কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টি হবে । তাই বলা যায়, বৈশাখের প্রথম দশদিনে দক্ষিণে বিশেষত কলকাতায় বৃষ্টির লেশমাত্র নেই । উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে । উত্তরবঙ্গ যখন ভিজছে দক্ষিণ তখন পুড়ছে । পুড়েই চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details