পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আন্দোলনরতদের উপর আক্রমণ হলে কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের - hesitate

চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বলেন, "রাজ্যজুড়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে OPD বয়কটের ডাক দিয়েছিল 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস' । দার্জিলিং থেকে সুন্দরবন অবধি সরকারি-বেসরকারি মিলিয়ে 99 শতাংশ OPD বন্ধ থেকেছে । যেসব ডাক্তার আমাদের সঙ্গে থেকে এই কর্মবিরতির ডাকে সাড়া দিয়েছেন, তাঁদের সকলকে আমাদের তরফে ধন্যবাদ ।"

চিকিৎসক অর্জুন দাশগুপ্ত

By

Published : Jun 13, 2019, 6:42 AM IST

কলকাতা, 13 জুন : NRS হাসপাতালের আন্দোলনরতদের উপরে যদি সরকারের তরফে আক্রমণ নেমে আসে তা হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে । এই হুঁশিয়ারি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । 12 ঘণ্টার OPD বয়কট সফল বলেও দাবি করে চিকিৎসকদের এই সংগঠন ।

NRS-এর আন্দোলনরতদের সমর্থন জানিয়ে বুধবার বিকেলে NRS হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত পদযাত্রা করেন চিকিৎসকদের এই যৌথ মঞ্চের সদস্যরা । ডাক্তারদের 7 টি সংগঠনের যৌথ মঞ্চ 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস' । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালের OPD বয়কটের ডাক দিয়েছিল এই মঞ্চ । আন্দোলনরত ডাক্তারদের দাবিগুলিও সমর্থন করে তারা । এই যৌথ মঞ্চের নেতৃত্বে রয়েছে 'ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম' ।

এই সংক্রান্ত খবর : রোগীমৃত্যুর জেরে উত্তেজনা NRS-এ, ছাড়া হয়নি মৃতদেহ ; ব্যাহত পরিষেবা

এই সংগঠনের প্রেসিডেন্ট, ডাক্তার অর্জুন দাশগুপ্ত বলেন, "গোটা রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে OPD বয়কটের ডাক দিয়েছিল 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস' । দার্জিলিং থেকে সুন্দরবন অবধি সরকারি-বেসরকারি মিলিয়ে 99 শতাংশ OPD বন্ধ থেকেছে । যেসব ডাক্তার আমাদের সঙ্গে থেকে এই কর্মবিরতির ডাকে সাড়া দিয়েছেন, তাঁদের সকলকে আমাদের তরফে ধন্যবাদ ।" একই সঙ্গে তিনি বলেন, "আমরা এই OPD বন্ধের ডাক দিয়েছিলাম NRS হাসপাতালে মর্মান্তিক একটি ঘটনার জন্য । জুনিয়র ডাক্তারদের উপর মর্মান্তিক আক্রমণ নেমে এসেছে । জুনিয়র ডাক্তাররা আন্দোলনের পথে চলে গেছে । কর্মবিরতি শুরু করেছে । এটা সমর্থন করেই আমাদের এই OPD বয়কটের ডাক ।"

এই সংক্রান্ত খবর : রণক্ষেত্র NRS, বুধবার রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক ডাক্তারদের

NRS-এর জুনিয়র ডাক্তারদের সমর্থনে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যেভাবে এগিয়ে এসেছেন, তাঁরাও যে কর্মবিরতিতে চলে গিয়েছেন, তাঁদের প্রতিও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর পূর্ণ সমর্থন রয়েছে । এ কথা জানিয়ে অর্জুন দাশগুপ্ত বলেন, "তাঁরা যে দাবি করুক, যে দিকে আন্দোলনে যেতে চান, যেভাবেই করুক না কেন তাঁদের প্রতি আগে থেকেই আমাদের সমর্থন জানিয়ে রাখলাম ।" তিনি বলেন, "সরকারকে বলব, আমাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী যে দাবিগুলি মেনে নিয়েছিলেন, সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব ইমপ্লিমেন্ট করুন, যাতে এই ধরনের হিংসার ঘটনা কমে । এই ভাই-বোনেদের (NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরতদের) উপর যদি আরও আক্রমণ নেমে আসে সরকারের তরফ থেকে, যদি অন্যান্য জায়গায় আক্রমণ নেমে আসে, তা হলে কিন্তু আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর তরফ থেকে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না ।"

এই সংক্রান্ত খবর : বন্ধ হাসপাতালের OPD পরিষেবা, ফুটপাতে ঠাঁই রোগীর

একইসঙ্গে আন্দোলনরতদের কাছে আর্জিও জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । অর্জুন দাশগুপ্ত বলেন, "ভাই-বোনদের প্রতি করজোড়ে আমরা একটা অনুরোধ করব, আমরা OPD বয়কট করেছিলাম, আমরা কিন্তু এমার্জেন্সি চালু রেখেছিলাম, আমরা ওদের একবার চিন্তা করার জন্য খুব বিনম্র অনুরোধ করব তাঁরা যেন এমারজেন্সি খোলা রাখার চিন্তা করেন ।" এই OPD বয়কট সফল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সম্পূর্ণ সফল । বেসরকারি ক্ষেত্রে 100 শতাংশ সফল । সরকারি ক্ষেত্রেও ব্যাপক সাড়া মিলেছে, প্রায় 100 শতাংশ সফল ।" একই সঙ্গে তিনি বলেন, "সরকারের কাছে অনুরোধ আন্দোলনরতদের দাবিগুলো যেন শোনে । তাঁদের (আন্দোলনরতদের) উপরে যদি দমন পীড়নের নীতি নামিয়ে না আনে, তা হলে আমরা কঠোরতর সিদ্ধান্ত নেব না । আমরা চাই মুখ্যমন্ত্রী যত দ্রুত সম্ভব বসে বিষয়টি মিটিয়ে নিন । এভাবে চলতে পারে না ।" চিকিৎসক মহল ক্ষুব্ধ । এই সফল OPD বয়কটই তাঁদের ক্ষোভের প্রকাশ বলেও জানান তিনি ।

এই সংক্রান্ত খবর : বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন রোগী, "দায় কার ?" প্রশ্ন অভিষেকের

এই সংক্রান্ত খবর : "ভালো আছি", বললেন পরিবহ ; পরিষেবা স্বাভাবিক হওয়ার আশায় সাধারণ মানুষ

ABOUT THE AUTHOR

...view details