কলকাতা, 25 অগস্ট : আর বাকি মাত্র 48 দিন ৷ ইতিমধ্যে শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি ৷ সর্বজনীন পুজো থেকে আবাসনের পুজো, মায়ের আবাহনে পিছিয়ে নেই কেউই ৷ তবে করোনা পরিস্থিতির জন্য আয়োজনে কাটছাঁট করার পাশাপাশি পুজোর সঙ্গে জড়িত পুরোহিত, ঢাকি ও অন্যান্যদের টিকাকরণ বাধ্যতামূলক করল কলকাতার বড় আবাসনগুলির পুজো কমিটি ৷
বিশেষজ্ঞদের মতে, অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা ৷ তাই পুজোয় বিধি নিষেধের সূচিতে কিছু পরিবর্তনের আশঙ্কা থাকলেও বেশ কয়েকটি আবাসন ইতিমধ্যে রীতি মেনে খুঁটিপুজোর মাধ্যমে প্যান্ডেল বাঁধার কাজে লেগে পড়েছে ৷
এই বিষয়ে সিলভার স্প্রিং আবাসনের সম্পাদক ইন্দ্রনীল চৌধুরী বলেন, পুরোহিত থেকে শুরু করে ঢাকি, প্যান্ডেল কর্মী, ও ইলেকট্রিশিয়ান, যাঁরা পুজো সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত থাকবেন তাঁদের অন্তত টিকার একটা ডোজ় থাকা বাধ্যতামূলক ৷ শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক পুজো কমিটির সদস্যদেরই প্যান্ডেলে প্রবেশাধিকার থাকবে ৷ এছাড়া বাইরে থেকে আগত দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করা হবে আবাসনের ভিতরে ৷ এর পাশাপাশি তাঁদের সকলের কমপক্ষে টিকার একটি ডোজ ও সঙ্গে করোনা নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে ৷"
আরও পড়ুন :Durga Puja Meeting : করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক জয়নগর প্রশাসনের