পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

পুজোর কাজকর্মের সঙ্গে জড়িত সকলের ভ্যাকসিন বাধ্যতামূলক বলে জানাল কলকাতার বড় আবাসনগুলির পুজো কমিটি ৷ সংক্রমণের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত ৷

ঢাকি
ঢাকি

By

Published : Aug 25, 2021, 8:40 AM IST

Updated : Aug 25, 2021, 9:58 AM IST

কলকাতা, 25 অগস্ট : আর বাকি মাত্র 48 দিন ৷ ইতিমধ্যে শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি ৷ সর্বজনীন পুজো থেকে আবাসনের পুজো, মায়ের আবাহনে পিছিয়ে নেই কেউই ৷ তবে করোনা পরিস্থিতির জন্য আয়োজনে কাটছাঁট করার পাশাপাশি পুজোর সঙ্গে জড়িত পুরোহিত, ঢাকি ও অন্যান্যদের টিকাকরণ বাধ্যতামূলক করল কলকাতার বড় আবাসনগুলির পুজো কমিটি ৷

বিশেষজ্ঞদের মতে, অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা ৷ তাই পুজোয় বিধি নিষেধের সূচিতে কিছু পরিবর্তনের আশঙ্কা থাকলেও বেশ কয়েকটি আবাসন ইতিমধ্যে রীতি মেনে খুঁটিপুজোর মাধ্যমে প্যান্ডেল বাঁধার কাজে লেগে পড়েছে ৷

এই বিষয়ে সিলভার স্প্রিং আবাসনের সম্পাদক ইন্দ্রনীল চৌধুরী বলেন, পুরোহিত থেকে শুরু করে ঢাকি, প্যান্ডেল কর্মী, ও ইলেকট্রিশিয়ান, যাঁরা পুজো সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত থাকবেন তাঁদের অন্তত টিকার একটা ডোজ় থাকা বাধ্যতামূলক ৷ শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক পুজো কমিটির সদস্যদেরই প্যান্ডেলে প্রবেশাধিকার থাকবে ৷ এছাড়া বাইরে থেকে আগত দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করা হবে আবাসনের ভিতরে ৷ এর পাশাপাশি তাঁদের সকলের কমপক্ষে টিকার একটি ডোজ ও সঙ্গে করোনা নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে ৷"

আরও পড়ুন :Durga Puja Meeting : করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক জয়নগর প্রশাসনের

22 অগস্ট রাখিবন্ধনের দিন করোনা বিধি মেনে যেভাবে খুঁটি পুজো হয়েছিল তেমনই করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়লে এই পরিকল্পনার কিছু পরিবর্তন হতে পারে বলেও জানান পূর্ব কলকাতার এই আবাসন সম্পাদক ৷

ছোট পরিসরে আয়োজিত পুজোর প্রস্তুতি জোরকদমে চলছে বলে জানালেন দক্ষিণ কলকাতার আরবানা আবাসনের বাসিন্দা পরিচালক অরিন্দম শীল ৷ তিনি বলেন, "আমাদের এই আবাসনের তিন হাজার বাসিন্দার মধ্যে প্রায় 700-র বেশি শিশু রয়েছে ৷ গত কয়েকমাস ধরে তারা সকলেই মনমরা হয়েছিল ৷ 15 অগস্টের খুঁটি পুজো সেই বিষণ্ণতাকে এক নিমেষে ম্লান করে দিয়েছে ৷ পুজো উদ্যোক্তারা কোনও ঝুঁকি নিতে চাইছেন না ৷ করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে তাই সকলের জন্য টিকাকরণ বাধ্যতামূলক করেছেন তাঁরা ৷"

সেন্ট্রাল এনক্লেভ আবাসনের এক পুজো উদ্যোক্তার কথায়, "বহিরাগত দর্শনার্থীদের সকলকে মাস্ক পরে আসতে হবে ৷ সংক্রমণের ঝুঁকি এড়াতে আবাসনের ভিতরে ভিড় নিয়ন্ত্রণ করা হবে ৷ পুজো হবে কিন্তু সেই সময়ের পরিস্থিতি বিবেচনা করে তা উদযাপনের মাত্রা কতটা হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

আরও পড়ুন :Pole puja : পাড়ার খুঁটি পুজোর অনুষ্ঠানে ডোনা ও স্নেহাশিস

Last Updated : Aug 25, 2021, 9:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details