কলকাতা, 16 জুলাই: সারারাত ব্যাংকের ভিতরে লুকিয়ে ছিল ব্যাংকেরই কর্মী । সকাল হতে ব্যাংকের সদর দরজা খুলতেই মাথায় হেলমেট চাপিয়ে পালিয়ে গেল চোর । ব্যাংক থেকে কিছু মূল্যবান জিনিস চুরি গেছে কি না, তা জানতে ভিতরে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন কর্মীরা । দেখা যায়, ব্যাংকের লকার থেকে খোয়া গিয়েছে প্রায় আড়াই কেজি ওজনের সোনার গয়না । এরপরই সংশ্লিষ্ট ব্যাংকের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার আওতাধীন পার্ক সার্কাস এলাকার একটি ব্যাংকে । লালবাজার সূত্রে খবর, গতকাল রাতে এই ঘটনায় প্রবীর হালদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে । সে ওই ব্যাংকের হাউজকিপিংয়ের কর্মী (House Keeping worker hidden in Bank wearing helmet after stealing Gold in Park Circus) ।
তবে জিজ্ঞাসাবাদে গোটা ঘটনাটি সে স্বীকার করে নিয়েছে ৷ চুরি যাওয়া সেই আড়াই কেজি সোনা সে কোথায় কোথায় বিক্রি করেছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা । গোয়েন্দারা জানতে পেরেছেন, যেহেতু বেশ কয়েক বছর ধরে ওই ব্যাংকের হাউজকিপিং কর্মী হিসেবে কাজ করার ফলে ব্যাংকের কোথায় কী হচ্ছে, সবকিছু তার নখদর্পণে ছিল । কিন্তু লকারের রাখা সোনার গয়না সে কী ভাবে বার করল ? খতিয়ে দেখছেন আধিকারিকেরা । গোয়েন্দাদের অনুমান শুধু প্রবীর হালদার নামে এই হাউজকিপিংয়ে কর্মীই নয়, যুক্ত রয়েছেন ব্যাংকের আরও বেশ কয়েকজন কর্মী ।