পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hooghly Cochin Shipyard Limited নতুনভাবে আত্মপ্রকাশ হুগলি বন্দরের, তৈরি হবে ছোট ও মাঝারি জলযান - হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড

নতুন রূপে আত্মপ্রকাশ করল হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (Hooghly Dock & Port Engineers Limited) । তবে এবার বন্দরের নাম বদলে হয়েছে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Hooghly Cochin Shipyard Limited)। আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের সাহায্যে আবারও চাঙ্গা করে তোলা হয়েছে হুগলি জাহাজ বন্দরটিকে ।

Hooghly Cochin Shipyard Limited
নতুনভাবে আত্মপ্রকাশ হুগলি বন্দরের, তৈরি হবে ছোট এবং মাঝারি জলযান

By

Published : Aug 19, 2022, 12:45 PM IST

কলকাতা, 19 অগস্ট: জনসংখ্যার সঙ্গে সঙ্গে বাড়ছে যানজট । তাই জলপথে পরিবহণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে । ঠিক একইভাবে জলপথে বাণিজ্যিক পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনে জোর দিচ্ছে একাধিক রাজ্য । সেই চাহিদা পূরণে অদূর ভবিষ্যতে রাজ্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । পণ্য পরিবহনের জন্য ছোট এবং মাঝারি জলযান বানানো হবে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (Hooghly Cochin Shipyard Limited)।

প্রায় 200 বছরের পুরনো এই জাহাজ নির্মাণ সংস্থা একসময় দেশের অন্যতম বৃহৎ কারখানা ছিল । তবে সময়ের সঙ্গে তাল না মেলাতে পারায় এবং গার্ডেনরিচ জাহাজ বন্দর তৈরি হওয়ার পর হুগলি বন্দরটি তার জৌলুস ও প্রাসঙ্গিকতা হারায় ।

আরও পড়ুন:দমকলবাহিনীর রাতভর চেষ্টায় নিভল গার্ডেনরিচের আগুন

তবে কোচিন বন্দরের প্রযুক্তি এবং আর্থিক বিনিয়োগের সাহায্যে আবারও ঘুরে দাঁড়ালো প্রাচীন এই বন্দর । কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দফতরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ বন্দরের উদ্বোধন করেন । অনুষ্ঠানে জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরও উপস্থিত ছিলেন । হাওড়ার নাজিরগঞ্জে প্রায় দুশো বছরের পুরনো এই সংস্থাকে প্রায় 180 কোটি টাকা বিনিয়োগ করে নতুন এবং আরও অত্যাধুনিক রূপে সাজিয়ে তোলা হয়েছে ।
জাহাজমন্ত্রী বলেন, "হুগলি নদীর কূলে এই ঐতিহ্যশালি জাহাজ কারখানা আবারও শুরু করতে পেরে আমাদের সত্যিই খুব ভালো লাগছে । এই কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব জলযান তৈরি করা হবে । ন্যাশনাল ওয়াটারওয়েজ তথা অন্তর্দেশীয় জলপথ পরিবহনে এক নতুন দিগন্তর সূত্রপাত হবে । শুধু এই রাজ্যই নয়, উত্তরপূর্বের রাজ্যগুলিও এই কারখানার ফলে লাভবান হবে । এখানে ছোট ও মাঝারি জলযান তৈরি করা হবে । তাই এই সংস্থার হাত ধরে বহু মানুষের কর্মসংস্থানও সুনিশ্চিত হবে ।"

ABOUT THE AUTHOR

...view details