কলকাতা, 28 জানুয়ারি: ব্যবসায়িক শত্রুতা জেরে এক ব্যক্তিকে মারধর করে হত্যার পর নিজেই থানায় এসে মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাল এক ব্যক্তি। ঘটনাটি বুঝতে বিশেষ বিলম্ব হয়নি তদন্তকারীদের। এরপরেই থানায় মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে আসা ওই ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে তিলজালা থানায় (Tiljala Police Station) এলাকায়। মৃত ব্যক্তির নাম মিতেন্দ্র পাশওয়ান (37)।
ঘটনার সূত্রপাত, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ। আর ঘটনার যবনিকা পতন দুপুর সাড়ে তিনটের সময়। পরিবার সূত্রের খবর, মৃত মিতেন্দ্র পাশওয়ান নামে ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তিনি আজ সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করতে গেলেও কোনও খবর পাওয়া যায়নি। অবশেষে, তিলজলা থানা এলাকার উত্তর 55 গ্রাম বাসস্ট্যান্ডের কাছে মিতেন্দ্র পাশওয়ানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন।
ঘটনাস্থলে তিলজলা থানার পুলিশ আসার পাশাপাশি আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের (Homicide Team Investigate) গোয়েন্দারাও। দেহটি দেখে গোয়েন্দাদের প্রাথমিকভাবে অনুমান হয় এটি খুনের ঘটনা। কারণ মৃত মিতেন্দ্র পাশওয়ানের শরীরে একাধিক জায়গায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। তড়িঘড়ি পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে তিলজোলা থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করতে তদন্তকারীরা জানতে পারেন, কয়েকজন ব্যক্তি একটি রিক্সায় করে এসে মিতেন্দ্র পাশওয়ানের দেহ উত্তর 55 গ্রামের বাসস্ট্যান্ডের কাছে ফেলে দিয়ে গিয়েছে।