পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Suvendu Rally: তমলুকে শুভেন্দুর মিছিলকে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তমলুকে বিজেপিকে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট(HC on Suvendu Rally)৷ তবে মানতে হবে কয়েকটি শর্ত ৷ কী থাকছে শর্তে ?

calcutta high court
তমলুকে শুভেন্দুর মিছিলকে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

By

Published : Aug 3, 2022, 9:53 PM IST

কলকাতা, 3 অগস্ট: তমলুকে ভারতীয় জনতা পার্টির মিছিলকে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট(High Court gives conditional permission for rally of Suvendu adhikari in Tamluk)। তবে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর স্পষ্ট নির্দেশ, ওই দিন মহরম আছে তাই বেলা 11টার মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যদের মিছিল শেষ করতে হবে ।

9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের 80বছর পূর্তি উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি তমলুক শহরে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি চান স্থানীয় মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী ৷ কিন্তু সেদিন মহরম থাকায় পুলিশ মিছিলের অনুমতি দেয়নি । বাধ্য হয়ে তাই মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি ।

আরও পড়ুন :শুভেন্দু একজন পকেটমার; কাঁথির সভা থেকে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ কুণালের

বিজেপির এই মিছিলের রুট ছিল মানিকতলা, লালদিঘি, রাজবাড়ি, জেলখানা মোড় । কিন্ত বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন, ওই দিন তমলুক হাসপাতাল মোড় থেকে বানপুকুর শহিদ বেদী পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করা যাবে । তবে সকাল 11টার মধ্যে জেলখানা ক্রসিংয়ে মিছিল শেষ করতে হবে ।

উল্লেখ্য, এর আগে 21 জুলাই হাওড়ার উলুবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক সমাবেশের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল । কিন্তু বিচারপতি মৌসুমি ভট্টাচার্য রাত 8টা থেকে 10টায় সেই সভা করার অনুমতি দেয় । বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি ওই দিনের মিছিল বাতিল করে ।

আরও পড়ুন :21 জুলাই অন্য কোনও রাজনৈতিক দলকে সভা করতে দেবে না তৃণমূল : তোপ শুভেন্দুর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details