কলকাতা, 17 মার্চ : মালদা বন্যাত্রাণে দুর্নীতির ঘটনায় সিএজি (কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া)কে তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High Court Directs CAG Probe into Corruption Case in Malda Flood) । 20 জুনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ।
এর আগে শুনানিতে মামলাকারীদের প্রকৃত প্রাপকদের একটি তালিকা রাজ্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই নির্দেশ মতো রাজ্যকে তালিকা দেওয়া হলেও সেই তালিকা এখনও খতিয়ে দেখতে পারেনি রাজ্য বলে আদালতে জানানো হয় । তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিএজিকে সমস্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন : HS Examination 2022 : বদলাল উচ্চমাধ্যমিকের সূচি, 6 থেকে 15 এপ্রিল থাকছে না কোনও পরীক্ষা
প্রসঙ্গত, মালদা জেলায় 2017 সালের অগস্ট মাসে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় হরিশ্চন্দ্রপুর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েত । ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে একটি বিশেষ প্রকল্প আনে রাজ্য সরকার । প্রকল্প অনুযায়ী বন্যায় যাঁদের ঘর-বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের 70000 আর যাঁদের অল্প ক্ষতি হয়েছে তাঁদের 3300 টাকা করে দেওয়ার কথা জানানো হয় । কিন্তু পরে দেখা যায় এই টাকা খুব কমই প্রকৃত প্রাপকদের হাতে গেছে । বেশি টাকাই চলে গিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের হাতে ।