পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee Meeting: শুভেন্দুর বাড়ির সামনে অভিষেকের সভার অনুমতি হাইকোর্টের - অভিষেকের সভার অনুমতি হাইকোর্টের

কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির 100 মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল হাইকোর্ট ৷ যা নিয়ে বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তা কার্যত নস্যাৎ করে অভিষেকের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Abhishek Banerjee Meeting)৷

Etv Bharat
শুভেন্দুর বাড়ির সামনে অভিষেকের সভার অনুমতি হাইকোর্টের

By

Published : Dec 1, 2022, 3:11 PM IST

Updated : Dec 1, 2022, 4:14 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে 3 ডিসেম্বর সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এই নিয়ে মাইক বাজিয়ে হেনস্থার আশঙ্কায় হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু ৷ তবে এই মামলায় বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল হাইকোর্ট (High Court Allowed the Meeting of Abhishek Banerjee in Front of Suvendu Adhikari House)৷ যদিও পুরো সভা পুলিশকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

এদিন শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "এর আগে বাড়ির সামনে দু'দিন ধরে স্বাস্থ্য শিবির করে মাইক বাজানো হয়েছে বিরক্ত করার জন্য । ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানে ।"

যদিও এই বিষয়ে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, র‍্যালি করার অনুমতি দেওয়া হয়েছে । তবে রাত 8টার পর কোনও মাইক বাজবে না । পুলিশ নিয়ন্ত্রণ করবে । কারও সমস্যা করা কোনও সভার উদ্দেশ্য নয় ।

কাঁথিতে তৃণমূলের তরফে প্রভাত কলেজ গ্রাউণ্ডে র‍্যালি করা হবে 3 ডিসেম্বর । আসলে তাঁকে বিরক্ত করার পাশাপাশি কিছু মহিলাকে রাজনৈতিক প্রচারের নামে তাঁর বাড়িতে পাঠানো হবে বলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন । এমনটাই হাইকোর্টে অভিযোগে উল্লেখ করেন বিরোধী দলনেতার আইনজীবী ।

এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা জানান, সংবিধান অনুযায়ী রাজনৈতিক সভা করার অধিকার রয়েছে ৷ তবে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে পুলিশকে । যাতে কোনওরকম অসুবিধা না হয় এবং অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না ।

আরও পড়ুন :3 ডিসেম্বর কাঁথিতে তৃণমূলের জনসভা, মাইক বাজিয়ে হেনস্থার আশঙ্কায় আদালতে শুভেন্দু

Last Updated : Dec 1, 2022, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details