পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

High Tech Radio Set: লালবাজারের হাতে আসছে হাইটেক ফ্রিকোয়েন্সির রেডিয়ো সেট, কী কাজ এর ? - লালবাজারের হাতে আসছে হাইটেক রেডিয়ো সেট

উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিয়ো সেট আসতে চলেছে লালবাজারে ৷ এটি ব্যবহারের জন্য 15 কোটি টাকা খরচ হচ্ছে ৷ কিন্তু এই রেডিয়ো সেটের কাজ কী ?

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : May 5, 2023, 9:52 PM IST

কলকাতা, 5 মে: থানাভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সমন্বয় সাধন করতে এবার হাইটেক প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে লালবাজার । জানা গিয়েছে, খুব শিগগিরই কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে সিম কার্ড ভিত্তিক রেডিয়ো সেট । প্রথম দিকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাই এই রেডিয়ো সেট ব্যবহার করবেন । এই ব্যবস্থা একবার চালু করা হলে কলকাতা পুলিশের একদম অ্যাডেড এরিয়া বা সংযুক্ত এলাকা যেমন ঠাকুরপুকুর, হরিদেবপুর, মেটিয়াবুরুজ ও নাদিয়াল থানার সঙ্গে উত্তর কলকাতার কাশীপুর থানা থেকে শুরু করে চিতপুর সিটি থানা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে ।
জানা গিয়েছে এই প্রযুক্তির ব্যবহারের জন্য লালবাজারের খরচ হচ্ছে প্রায় 15 কোটি টাকা । ইতিমধ্যেই 1200টি সিম কার্ডের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে ।

মূলত, কলকাতা পুলিশ সমন্বয় সাধন করার জন্য বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পুলিশ কর্মীদের খবর পৌঁছে দেওয়ার জন্য ওয়াকি-টকি বা ওয়্যারলেস ফোন ব্যবহার করে থাকেন । লালবাজার সূত্রের খবর, এই হাইটেক টেকনোলজি পুলিশ কর্মীদের হাতে আসলে শহরের বাইরে থাকা কোনও পুলিশকর্মী কলকাতায় থাকা অন্য পুলিশ কর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন । ফলে লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে থানার পুলিশকর্মীরা এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সার্জেন্ট বা ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসার ইনচার্জরা এই রেডিয়ো বার্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চটজলদি বহুদূর পর্যন্ত পাঠাতে সক্ষম হবেন ।

কলকাতায় কোনও আইনশৃঙ্খলার অবনতি হলে কিংবা কোনও বড় মিটিং-মিছিল হলে অনেকসময়ই জ্যামারের ফলে কলকাতা পুলিশের ওয়াকি-টকি বা পুলিশকর্মীদের ফোন কাজ করে না । তার ফলে অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা পাঠাতে সমস্যায় পড়তে হয় পুলিশ কর্মীদের । লালবাজার সূত্রের খবর, এই হাইটেক ফ্রিকোয়েন্সি টেকনোলজি রেডিয়ো সেট পুলিশের হাতে আসলে কাজ করতে অনেকটা সুবিধা হবে ।

আরও পড়ুন :হ্যাম রেডিয়োর হাত ধরে, 15 বছর আগে কাশ্মীরে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেল মা

ABOUT THE AUTHOR

...view details