পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলছে টালা ব্রিজ ভাঙা, যানজটে বিপর্যস্ত উত্তর কলকাতা - যানজট

যানজট আটকানোর জন্য পুলিশ যেভাবে পরিকল্পনা করেছিল তা অনেকটাই অসফল বলে মনে করা হচ্ছে । কারণ, সপ্তাহের প্রথম দিনেই যানজটের শিকার হতে হয়েছে শহরবাসীর ।

Heavy traffic at North Kolkata
যানজটে বিপর্যস্ত উত্তর কলকাতা

By

Published : Feb 3, 2020, 11:34 PM IST

কলকাতা , 3 ফেব্রুয়ারি : আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি হল । কিন্তু কাজ করল না উত্তর কলকাতাকে গতিশীল রাখার পুলিশের পরিকল্পনা । টালা ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে রীতিমতো বিপর্যস্ত অবস্থা উত্তর কলকাতায় । শ্যামবাজারকে কেন্দ্র করে যানজট ছড়িয়ে পড়ল লেকটাউন থেকে মানিকতলা, কাশীপুর থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত ।

টালা ব্রিজ সম্পূর্ণ বন্ধ হওয়ার ফলে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে অনেকটাই বেগ পেতে হবে বলে মনে করা হয়েছিল । এক্ষেত্রে পুলিশের মূল ভরসা লকগেট ব্রিজ, চিৎপুর ব্রিজ এবং বেলগাছিয়া ব্রিজ । চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে আসা উত্তরমুখী বাস এবং মিনিবাস J M অ্যাভিনিউ, গিরিশ পার্ক অ্যাভিনিউ, KVV অ্যাভিনিউ দিয়ে লক গেট ফ্লাইওভার ধরে BT রোড যাচ্ছে । বিধান সরণি APC রোড দিয়ে আসা কিছু বাস-মিনিবাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ, গিরিশ পার্ক অ্যাভিনিউ, KVV অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরছে BT রোডের জন্য । কিছু বাস-মিনিবাস গালিব স্ট্রিট দিয়ে লকগেট ফ্লাইওভার ধরছে । লকগেট ফ্লাইওভার দিয়ে উত্তরমুখী যান চলাচল করছে । আর সল্টলেক VIP রোড থেকে রাজারহাটগামী বাস, মিনিবাস যথারীতি বেলগাছিয়া রোড, বেলগাছিয়া ব্রিজ হয়ে চলছে । দক্ষিণমুখী বাস-মিনিবাসের জন্য চিড়িয়া মোড় থেকে দমদম রোড, নর্দান অ্যাভিনিউ, রাজা মণীন্দ্র অ্যাভিনিউ, মিল্ক কলোনি বেলগাছিয়া ব্রিজ শ্যামবাজারে আসছে । কিছু বাস BT রোড থেকে পাইকপাড়া মোড় হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি হয়ে শ্যামবাজার আসছে ।

দেখে নিন উত্তর কলকাতার যানজটের চিত্র

চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা উত্তরমুখী ছোটো গাড়ি গিরিশ অ্যাভিনিউ , KVV অ্যাভিনিউ হয়ে লকগেট ফ্লাইওভার অথবা কাশীপুর রোড হয়ে BT রোড যাচ্ছে । শ্যামবাজার থেকে আসা ছোটো গাড়ি ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে গিরিশ অ্যাভিনিউ ধরছে । কিছু গাড়ি গালিব স্ট্রিট দিয়ে সোজা লকগেট ফ্লাইওভারের দিকে যাচ্ছে । দক্ষিণমুখী ছোটো গাড়ির ক্ষেত্রে চিড়িয়া মোড় থেকে খগেন চ্যাটার্জি রোড কাশীপুর রোড হয়ে গিরিশ অ্যাভিনিউতে যাচ্ছে । কিছু গাড়ি পাইকপাড়া থেকে রাজা মণীন্দ্র রোড ধরে বেলগাছিয়া ব্রিজে উঠছে । কিন্তু দেখা গেল, এই প্রত্যেকটি রাস্তাই বিস্তীর্ণ যানজটের শিকার হল । ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর , যার প্রভাব গিয়ে পড়ল VIP রোড বাইপাসেও । আগামী দিনে কলকাতা পুলিশ নিজেদের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করে কি না সেটাই এখন দেখার ।

ABOUT THE AUTHOR

...view details