কলকাতা, 11 মে : গরমে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গ । রাঢ়বঙ্গের অবস্থা আরও করুণ । এরই মাঝে রবিবার ভোট । নির্বাচন উপলক্ষ্যে গরমের জন্য অতিরিক্ত ব্যবস্থা রাখছে কমিশন । অতীত থেকে শিক্ষা নিয়ে রাখা হচ্ছে অতিরিক্ত VVPAT । তার সঙ্গে ভোটারদের জন্য ভোট কেন্দ্রে করা হচ্ছে অতিরিক্ত ব্যবস্থা ।
রাঢ়বঙ্গে তাপপ্রবাহ, ভোটে অতিরিক্ত ব্যবস্থা নির্বাচন কমিশনের - election 2019
বছরখানেক আগের কথা । সেটাও ছিল মে মাসের তপ্ত দিন । দেশের চারটি লোকসভা ও 10 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে EVM-VVPAT নিয়ে ওঠে ভুরি ভুরি অভিযোগ । উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা, মহারাষ্ট্রের পালঘর বা বাংলার মহেশতলা । প্রায় সব জায়গা থেকেই ওঠে ত্রুটির অভিযোগ । অভিযোগ ওঠে, পালঘরে 25% VVPAT খারাপ । গরমের কারণে EVM খারাপ হয়েছিল বলে জানায় কমিশন ।
বছরখানেক আগের কথা । সেটাও ছিল মে মাসের তপ্ত দিন । দেশের চারটি লোকসভা ও 10 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে EVM-VVPAT নিয়ে ওঠে ভুরি ভুরি অভিযোগ । উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা, মহারাষ্ট্রের পালঘর বা বাংলার মহেশতলা । প্রায় সব জায়গা থেকেই ওঠে ত্রুটির অভিযোগ । অভিযোগ ওঠে, পালঘরে 25% VVPAT খারাপ । মহেশতলায় কিছু বুথে EVM বিভ্রাটের জন্য চারঘণ্টা ভোট বন্ধ থাকে । অন্তত ৩৬ টি জায়গায় VVPAT-এ গোলমাল হয়েছে বলে তখন অভিযোগ তুলেছিল তৃণমূল । কমিশনের তরফে সেবার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না । দুপুরের পরই দিল্লির নির্বাচন সদন ব্যাখ্যা দেয়, অতিরিক্ত গরমের কারণে বিগড়েছে VVPAT । লোকসভা নির্বাচন নতুন M3 EVM-এ হলেও, VVPAT মেশিনগুলি একই । আর তাই অতীত থেকে শিক্ষা নিয়ে অতিরিক্ত 5% EVM-VVPAT পাঠানো হচ্ছে ষষ্ঠ দফার নির্বাচনে । গতকাল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “গরমের কারণে আমরা অতিরিক্ত VVPAT মেশিন ব্যবহার করছি এই দফায়।"
পাশাপাশি রবিবাসরীয় ভোটগ্রহণে গরমের কারণে ভোটারদের সুবিধার জন্য রাখা হচ্ছে বেশ কিছু ব্যবস্থা । এই প্রসঙ্গে সঞ্জয়বাবু বলেন, “ যে বুথগুলোতে স্থায়ী শেড নেই, সেখানে ত্রিপল লাগানো হচ্ছে । যাতে ভোটাররা লাইনে একটু ছায়ায় দাঁড়াতে পারেন । সঙ্গে থাকবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও । কেউ অসুস্থ হয়ে পড়লে প্রতিদিন বুথে থাকছে কমিশনের দেওয়া মেডিকেল কিট । সঙ্গে নিকটবর্তী হাসপাতাল ও অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত সব তথ্যই থাকবে বুথে । তেমন কিছু হলে বিশের সক্রিয় থাকবেন সেক্টর অফিসাররা ।"