কলকাতা, 12 ডিসেম্বর: কেমন আছেন কালীঘাটের কাকু? তা নিয়ে মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসল তিন সদস্যের মেডিক্যাল বোর্ড। যে বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্র রিপোর্ট নিয়ে ও আলোচনা হয় ৷ এমনকী কতদিন আর তাঁকে কার্ডিয়োলজির আইসিইউ'তে রাখা হতে পারে সেই নিয়েও আলোচনা করেন চিকিৎসকরা, এমনটাই সূত্রের খবর। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তবে গ্রেফতার হওয়ার বেশ কিছুদিন পরই প্রবল বুকে ব্যথা নিয়ে কার্ডিয়োলজি বিভাগে ভরতি করা হয় তাঁকে। সেখানেই দীর্ঘদিন ভরতি রয়েছেন তিনি। অন্যদিকে তাঁর গলার স্বর পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্য কোনওভাবেই পরীক্ষা করা যাচ্ছে না। হাসপাতালের তরফ থেকে সবুজ সংকেত মিললেই কালীঘাটের কাকুকে জোকা ইএসআই'তে নিয়ে গিয়ে গলার স্বর পরীক্ষা করা হবে। জোকার তরফ থেকে ইতিমধ্যে তৈরি করা হয় একটি মেডিক্যাল বোর্ডও।