কলকাতা, 2 সেপ্টেম্বর:হস্তক্ষেপ করবে না বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ । এ বছরের জুন মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সিবিআইকে বিশেষ দল গঠনের নির্দেশ দেন ৷ তাঁর সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ করে (TET Recruitment Scam case) বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ও অন্যরা । দীর্ঘ প্রায় আড়াই মাস পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল (HC Division Bench uphelds Justice Abhijit Gangopadhyay Primary Recruitment Scam CBI Investigation) ৷
বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের রায়
- ফরেনসিক তদন্ত যেভাবে চলছে, সেভাবেই চলবে ৷
- প্রাথমিক দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ বহাল ৷
- আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হবে (Court Monitored Probe) ৷
- সিবিআই সময়ে সময়ে আদালতে তদন্তের রিপোর্ট দেবে ৷
- 269 জনের চাকরি বাতিল হল ৷
- তাঁদের চাকরি দেওয়ার বিষয়ে গলদ থাকলে, তার তদন্ত হওয়া দরকার ৷
মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিটি নির্দেশ বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ৷" সিবিআইয়ের তদন্তে আদালতের নজরদারি প্রসঙ্গে তিনি বলেন, "অনেক সময় তদন্ত পথ হারিয়ে ফেলে ৷ এই তদন্ত যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়, তাই 'কোর্ট মনিটর্ড তদন্ত' ৷" যে 269 জনের চাকরি বাতিল হয়েছে, তাঁরা প্রয়োজনে সিঙ্গল বেঞ্চে এসে তাঁদের মতামত ব্যক্ত করতে পারেন, জানালেন আইনজীবী ৷
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
15 জুন, 2002: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত
প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে বিশেষ টিম গঠন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের (Justice Abhijit Ganguly orders CBI to form SIT to probe TET Recruitment Scam) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
- সিবিআই তদন্ত করছে 'রঞ্জন' ওরফে 'চন্দন মণ্ডল ও সৌমেন নন্দীর মামলা' ৷ এবার থেকে সেই মামলা আদালতের তত্ত্বাবধানে তদন্ত হবে ।
- সিবিআই উপযুক্ত অফিসারের একটা দল গঠন করবে । 17 জুন তাঁদের নাম আদালতকে জানাতে হবে । 'সৌমেন নন্দী ও চন্দন মণ্ডল মামলা'য় একজন জয়েন্ট ডিরেক্টর কলকাতা ব্রাঞ্চের টিমের প্রধান হিসাবে দায়িত্বে থাকবেন । তাঁর নাম জানাতে হবে আদালতে । তদন্ত চলাকালীন তাঁকে কলকাতা থেকে অন্য কোথাও স্থানান্তরিত করা যাবে না ।
- পর্ষদের পেশ করা রিপোর্টে 269 জনকে নিয়োগের কথা জানানো হয়েছে । কিন্তু সেই নিয়োগ আইনি দিক দিয়ে কতটা যথাযথ, তা নিয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে 'একটা সাজানো গল্প' বলে উল্লেখ করেন বিচারপতি । এদিন সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের
16 জুন, 2022: ডিভিশন বেঞ্চে রাজ্যের আপিল
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য সরকার ও অন্যরা । প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে সম্প্রতি 269 জনকে নতুন করে নিয়োগ করেছিল । তা বেআইনি বলে উল্লেখ করে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি এও জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগের কোনও মেধাতালিকা প্রকাশ করেনি ।
2014 সালে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল । তাতে 2016 সালে প্রায় 40 হাজার প্রার্থীকে নিয়োগ করা হয় । পরে দেখা যায়, টেট পরীক্ষার একাধিক প্রশ্নের উত্তরে ভুল ছিল । একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে । আদালত নির্দেশ দেয়, মামলাকারী প্রার্থীদের নম্বর দিয়ে যোগ্য বিবেচিত হলে চাকরিতে নিয়োগ করতে হবে । সেইমতো 2018 সালে 269 জনকে নতুন করে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
তবে মামলাকারী সৌমেন নন্দী ও রমেশ মালিক অভিযোগ করেন, 269 জনের যে নিয়োগ প্যানেল হয়েছিল, তা সম্পূর্ণ বেআইনি এবং অতিরিক্ত 1 নম্বর দেওয়ার পুরো বিষয়টা অস্বচ্ছ ৷ তাঁদের করা মামলার ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে রিপোর্ট দিয়ে জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনও দুর্নীতি হয়নি ৷ তা সত্ত্বেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার কারণ তারা বুঝতে পারছে না ৷