পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC Orders Compensation: দুর্ঘটনায় মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকা মেটানোর নির্দেশ হাইকোর্টের - আগামী পাঁচ সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে ওই বীমা কোম্পানিকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে

22 বছর পর বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকা মেটানোর নির্দেশ বীমা কোম্পানিকে ৷ টাকার পরিমাণ 6 লক্ষ 37 হাজার 200 টাকা ৷ আগামী পাঁচ সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে ওই বীমা কোম্পানিকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে (HC Orders Pay Compensation to the Person Killed in Bus Accident)৷

HC Orders Compensation
মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকা মেটানোর নির্দেশ বীমা কোম্পানিকে

By

Published : Jul 14, 2022, 10:43 PM IST

কলকাতা, 14 জুলাই: 22 বছর আগে বাস দুর্ঘটনায় মারা গিয়েছেন গোপাল মণ্ডল নামে এক ব্যক্তি। গোপালবাবু মারা যাওয়ার পর 18 বছর ধরে তাঁর পরিবার টাকা পাওয়ার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত অরিয়েন্টাল বীমা কোম্পানিকে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন (HC Orders Pay Compensation to the Person Killed in Bus Accident)।

পেশায় বাস চালক ছিলেন গোপাল মণ্ডল ৷ 2000 সালের এপ্রিল মাসে বেলা চারটে নাগাদ ঠাকুরপুকুর বাসস্ট্যান্ড থেকে এস-8 বাস নিয়ে যখন বিবিরহাট বাসস্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছিলেন সেই সময় নন্দভাঙ্গা ঘোষপুকুর বাসস্টপেজে এস-ডি 22 রুটের একটি বাস বেপরোয়াভাবে ধাক্কা মারে গোপাল মণ্ডলের বাসে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। কিন্তু পরে তিনি মারা যান।

সেই সময় তাঁর বয়স ছিল 24 বছর। মাসে ছয় হাজার টাকা মতো তিনি রোজগার করতেন ৷ পরিবারের তরফে তাঁর মা আরতী মণ্ডল আলিপুর আদালতের মোটর অ্যাক্সিডেন্ট ট্রাইব্যুনালে বীমার টাকা পাওয়ার দাবিতে আবেদন জানান। ট্রাইবুনাল 2004 সালে 9 শতাংশ সুদ-সহ 30 দিনের মধ্যে বীমা কোম্পানিকে টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও বীমা কোম্পানি মাত্র তিন লক্ষ টাকা তাঁর পরিবারকে দেয়।

আরও পড়ুন:নির্দেশ সত্ত্বেও মেলেনি ক্ষতিপূরণ, হাইকোর্টে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা অভিজিৎ সরকারের পরিবারের

কিন্তু তাঁদের পাওনা ছিল 9 লক্ষ 37 হাজার 200 টাকা। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এদিন সমস্ত বক্তব্য শোনার পর অবিলম্বে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে ওই পরিবারকে 6 লক্ষ 37 হাজার 200 টাকা বীমা কোম্পানিকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বীমা কোম্পানি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এই টাকা মিটিয়ে দেবে গোপাল মণ্ডলের পরিবারকে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details