কলকাতা, 19 মে: প্রাথমিকে 32 হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ ৷ শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর 23 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷ এর মানে, এখনই চাকরি খোয়াতে হচ্ছে না 32 হাজার প্রাথমিক শিক্ষকদের ৷
পাশাপাশি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া চলবে ৷ বেঞ্চের বক্তব্য, 32 হাজার চাকরি বাতিল করার আগে সব পক্ষের বক্তব্য ভালো করে খতিয়ে দেখেনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ আদালতের পর্যবেক্ষণ দ্রুত বিচার পাওয়া সবার অধিকার ৷ তবে তাড়াতাড়ি করতে গিয়ে সিঙ্গল বেঞ্চ কি সব পক্ষের বক্তব্য ভালো করে খতিয়ে দেখেছেন ? প্রশ্ন তুলেছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷ ডিভিশন বেঞ্চ বিষয়টি সবার কথা শুনে দেখার উপর জোর দিয়েছে । তাই আপাতত 32 হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হচ্ছে ৷
গত 12 মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 36 হাজার কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন ৷ পরে তা কমে 32 হাজার হয় ৷ 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রায় 42 হাজার 942 জন শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ এদিকে নিয়োগে একাধিক গলদ রয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রিয়ঙ্কা নস্কর নামে এক প্রার্থী-সহ প্রায় 140 জন ৷