পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এসএসকেএমে ঠাঁই কতজন গ্রেফতার হওয়া ভিভিআইপি'র ? জানতে চাইল হাইকোর্ট - Kalighater Kaku

HC directs SSKM: রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিকে তাঁদের জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই ৷ এই অবস্থায় আদালত জানতে চাইল, এসএসকেএমে এই মুহূর্তে কতজন গ্রেফতার হওয়া ভিভিআইপি রয়েছেন ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 1:29 PM IST

Updated : Jan 4, 2024, 2:09 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যের বহু প্রভাবশালীকে সিবিআই-ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় ৷ অভিযোগ, এরপরই অসুস্থতার বাহানায় তাঁরা এসএসকেএম হাসপাতালের ভরতি হচ্ছেন ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানালেন, এখনই আদালত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও মতামত দেবে না। তবে হাসপাতালে কতজন এই ধরনের ভিভিআইপি রয়েছেন, তা জানতে চায় আদালত ৷

পাশাপাশি আদালত আরও জানিয়েছে, এই অভিযোগ সত্য হলে তা খুবই গুরুতর বিষয় ৷ যদি না হয় তবে কিছু বলার নেই ৷ এসএসকেএম একটা সরকারি হাসপাতাল ৷ সেই জন্য হাসপাতালের ডিরেক্টরের রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ 24 জানুয়ারি ফের শুনানি ৷ কারা গ্রেফতার হয়ে হাসপাতালে রয়েছেন এবং সেখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে, তা সবিস্তার আদালতকে জানাতে হবে ৷

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সওয়াল-জবাব

এক মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকার এদিন আদালতে বলেন, এসএসকেএম হাসপাতালে সাধারণ মানুষ জায়গা পাচ্ছেন না ৷ অথচ কালীঘাটের কাকু (সুজয় কৃষ্ণ ভদ্র) সেখানে প্রায় 4 মাস ধরে বেড দখল করে রয়েছেন ।

ইডির পক্ষে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতো গতকাল ভয়েস স্যাম্পেল গ্রহণ করার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু তাঁকে ফের এসএসকেএম হাসপাতালেই ফেরত আনা হয়েছে ৷"

আরেক মামলাকারী নীলাদ্রি সাহার আইনজীবী সুস্মিতা সাহা বলেন, "এসএসকেএম হাসপাতাল যেন দুর্নীতিগ্রস্ত লোকজনের আশ্রয়স্থল হয়ে গিয়েছে ৷ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়করা সেখানে নিজেদের ঘাঁটি গেড়ে রয়েছেন ৷ আগেও একাধিক বার এটা দেখা গিয়েছে ৷ কাউকে সিবিআই-ইডি জিজ্ঞাসাবাদ করতে ডাকলেই সঙ্গে সঙ্গে অসুস্থতার নাম করে এসএসকেম হাসপাতালে ভরতি হচ্ছেন ৷"

প্রধান বিচারপতি শুনানির সময় বলেন, "জেল হাসপাতালে যদি পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না-থাকে, তাহলে সরকারি হাসপাতালে যে কোনও বন্দির চিকিৎসার ব্যবস্থা করা যেতেই পারে ৷ তিনি সুস্থ হলে ফের তাঁকে সংশোধনাগারে পাঠানো হয় ৷ তবে এই ধরনের অভিযোগ যদি সত্য হয়, তাহলে তা সত্যিই গুরুতর বিষয় ৷"

সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "এই ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী ৷ সেই জন্য তিনি এসএসকেমের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে এতদিন থাকার সুযোগ পাচ্ছেন ৷ তাঁকে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ৷ তা সত্ত্বেও তিনি হাসপাতালে রয়েছেন কেন ?"

এরপর প্রধান বিচারপতি ক্ষোভের সঙ্গে বলেন, "এটা তো হতে পারে না । সাধারণ মানুষ চিকিৎসার সুযোগ পাবে না ৷ আর প্রভাবশালীরা মাসের পর মাস বেড দখল করে থাকবেন ! হাসপাতালের ডিরেক্টর রিপোর্ট দিয়ে জানাক, সেখানে কী ধরনের সুযোগ-সুবিধা আছে ৷ সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ঠিকঠাক রয়েছে কি না ৷"

বুধবার বিচারপতি অমৃতা সিনহা রুদ্ধদ্বার এজলাসে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা গ্রহণের নির্দেশ দিয়েছিলন ৷ সেই নির্দেশের বিরুদ্ধে এদিন সুজয় কৃষ্ণ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ৷ 22 অগস্ট তিনি বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হন ৷ সাড়ে চার মাস পর গতকাল তিনি হাসপাতাল থেকে বের হন ৷


আরও পড়ুন:

  1. 'কালীঘাটের কাকু'র তিন বাক্যই ব্রহ্মাস্ত্র! নমুনা সংগ্রহে একই কথা বারবার বলালো ইডি
  2. 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা ইডির হাতে! সুজয়কৃষ্ণ ফিরলেন এসএসকেএমে
  3. সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানাতে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের
Last Updated : Jan 4, 2024, 2:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details