পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের লড়াই জিতিয়ে সরকারি স্বীকৃতি পেল ‘খেলা হবে’

সরকারের নতুন ক্রীড়া কর্মসূচির নাম রাখা হয়েছে ‘খেলা হবে' ৷ এই কর্মসূচির মাধ্যমে ফুটবল দেওয়া হবে ক্লাবগুলিকে ৷ সেই মতো এবার ফুটবল জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যুব কল্যাণ ও ক্রীড়া দফতর । আর যে ব্র্যান্ডের ফুটবল দেওয়া হবে তার নাম হল ‘জয়ী’ ।

নবান্ন
নবান্ন

By

Published : Jun 10, 2021, 1:11 PM IST

কলকাতা, 10 জুন : বিধানসভা ভোটের ‘খেলা হবে’ স্লোগান এবার খেলার মাঠে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানকে রাজনীতির প্রচার থেকে সরাসরি খেলার মাঠে নিয়ে চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ‘খেলা হবে’ শব্দবন্ধকেই যেন স্বীকৃতি দিল রাজ্য । সরকারের নতুন ক্রীড়া কর্মসূচির নাম রাখা হয়েছে ‘খেলা হবে' ৷ এই কর্মসূচির মধ্যে দিয়ে ফুটবলের মানোন্নয়নে রেজিস্ট্রার ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হবে । ইতিমধ্যেই প্রত্যেকটি পৌরসভা ও পঞ্চায়েত প্রশাসনের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ।

সেই মতো এবার ফুটবল জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যুব কল্যাণ ও ক্রীড়া দফতর । আর যে ব্র্যান্ডের ফুটবল দেওয়া হবে তার নাম হল ‘জয়ী’ । তবে এই মুহূর্তে কতগুলো ক্লাবকে ক’টা করে ফুটবল দেওয়া হবে তা এখনও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি ।

আরও পড়ুন,আবারও কি নাচবে স্থবির পুতুলগুলো... উত্তর হাতড়াচ্ছেন লাল মাটির মানুষগুলো

রাজ্যের পৌর-প্রশাসনগুলিকে রেজিস্ট্রার ক্লাবগুলির তালিকা তৈরি করতে বলা হয়েছে । শুধু তাই নয়, তার মধ্যে কোনও ক্লাব খেলাধুলোয় সক্রিয় এবং কোনগুলি নয় সেই সার্ভেও করতে হবে । এই পুরো প্রক্রিয়াটি চলতি মাসের 28 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে । তারপর বাছাই করা রেজিস্ট্রার ক্লাবের তালিকা পাঠাতে হবে ক্রীড়া দফতরে । তালিকা জমা পড়লেই পাঠানো হবে ফুটবল । মূলত, ছাত্র ও যুব সমাজের শরীরচর্চা, ও খেলাধুলোয় উৎসাহ দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলেই নবান্নের তরফে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details