কলকাতা, 11 জুন : কলকাতার সঙ্গে যে পঞ্জাবের গ্যাংস্টারদের ভিতর ভিতর যোগ ছিল, তা ভালভাবেই বুঝতে পারছেন গোয়েন্দারা । রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, শহরতলীর দিকে ফাঁকা জায়গায় ফ্ল্যাটের খোঁজও করেছিল জয়পাল সিং ভুল্লার । গোয়েন্দারদের অনুমান, কলকাতায় বসেই নাশকতার মূলক কাজের পরিকল্পনা ছিল পঞ্জাবের এই গ্যাংস্টারদের ।
জয়পালের হাত ধরেই কী কলকাতায় আসার কথা ছিল ভিন রাজ্যের গ্যাংস্টারদের ? - কলকাতার সঙ্গে যে পঞ্জাবের গ্যাংস্টারদের ভিতর ভিতর যোগ ছিল
জয়পাল সিং ভুল্লা ও তার সাগরেদের ঘর থেকে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এই তথ্যপ্রমাণ থেকে রাজ্য পুলিশের গোয়েন্দারা এইটুকু নিশ্চিত যে, এক মাসের মধ্যেই পঞ্জাব ও মধ্যপ্রদেশ থেকে বেশ কিছু গ্যাংস্টারের কলকাতায় আসার কথা ছিল ।
জয়পাল সিং ভুল্লা ও তার সাগরেদের ঘর থেকে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এই তথ্যপ্রমাণ থেকে রাজ্য পুলিশের গোয়েন্দারা এইটুকু নিশ্চিত যে, এক মাসের মধ্যেই পঞ্জাব ও মধ্যপ্রদেশ থেকে বেশ কিছু গ্যাংস্টারের কলকাতায় আসার কথা ছিল । ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্তে নিজেদের নেটওয়ার্ক বাড়াচ্ছিল গ্যাংস্টারেরা, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা ।
ইতিমধ্যেই একাধিক নথিপত্র পেয়েছেন গোয়েন্দারা । সেই নথিপত্র থেকেই পাওয়া গিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক এজেন্টের নাম । কিন্তু তারা কীসের এজেন্ট, তা স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে ৷ নদিয়া সীমান্ত ও উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তকে তারা বেশি করে পছন্দ করেছিল ।
আরও পড়ুন : নিউ টাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার
তদন্তে নেমে পঞ্জাব পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের গোয়েন্দারা কথা বলে জানতে পেরেছে, মৃত জয়পাল সিং ভুল্লার ভারত-পাকিস্তান সীমান্তে মাদক সরবরাহ করত । পাশাপাশি সে একাধিকবার পাকিস্তানেও গিয়েছে বলে জানায় গোয়েন্দারা । ফলে পাকিস্তানের জঙ্গিদের ভারত হয়ে বাংলাদেশে ঢুকে, নাশকতা ছড়ানোই কী তাদের পরবর্তী লক্ষ্য ছিল ? সেই সূত্রকে মাথায় রেখেই তদন্তে নামছেন গোয়েন্দারা ।