কলকাতা 18 জুন : বিধানসভা নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরও চার তৃণমূল প্রার্থী ৷ মামলাটি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে উঠলে তিনি 15 জুলাই শুনানির দিন দেন ৷
বামদুর্গ হিসাবে পরিচিত ছিল পুরুলিয়ার বলরামপুর ৷ টানা 34 বছর পর 2011 সালে সেখানে বাম রাজত্বের অবসান হয় ৷ উড়তে থাকে তৃণমূলের পতাকা ৷ জয়ী হন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ৷ সেই শুরু তৃণমূলের জয় জয়কারের ৷ তারপর 2016 সালেও ফের জয়ী হন তিনি ৷ কিন্তু 2021 এর মহারণে সংশ্লিষ্ট কেন্দ্রটি চলে যায় বিজেপির দখলে ৷ জয়ী হন বাণেশ্বর মাহাতো ৷ তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 89521 ৷ অন্যদিকে শান্তিরাম মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 89098 ৷ আর সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন শান্তিরাম মাহাতো ৷