কলকাতা, 7 ফেব্রুয়ারি: বীরভূমের (Birbhum) পুলিশ সুপার পদ থেকে বদলি করা হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে (IPS Nagendra Nath Tripathi) ৷ তাঁকে নিযুক্ত করা হয়েছে রাজ্য়ের ডিআইজি ওএসডি (DIG OSD) হিসেবে ৷ স্বাভাবিকভাবেই তাঁর বদলি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে ৷ প্রশাসনিক মহল থেকে বিষয়টিকে রুটিন বদলি হিসেবে দেখানো হয়েছে ৷ তার পরও বিতর্কে ইন্ধন জোগালেন রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম (Former ADG Nazrul Islam) ৷ তাঁর দাবি, নগেন্দ্রনাথ ত্রিপাঠির আসলে ডিমোশন হল ৷
কেন এই কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম, সেই ব্যাখ্য়াও তিনি দিয়েছেন ৷ তাঁর দাবি, শাসকদলের অধীনস্থ রাজনৈতিক নেতারা জেলা পুলিশ সুপারদের দিয়ে অনৈতিক কাজ করাতে চান । অনেক সময় বিভিন্ন জেলার পুলিশ সুপাররা বাধ্য হয়ে সেই অনৈতিক কাজ করেন ৷ এভাবে চলতে চলতে ওই সব আইপিএস-দের উপর চাপ বাড়তে থাকে ৷ এর পর যাঁরা ব্যর্থ হন, তাঁদের সরিয়ে দেওয়া হয় ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, নগেন্দ্রনাথ ত্রিপাঠি প্রচারে আসেন 2021 সালের বিধানসভা নির্বাচন চলাকালীন ৷ নির্বাচন কমিশন তাঁকে নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা আসনের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব দিয়েছিল ৷ সেখানে মুখোমুখি লড়াই হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ সেই হাই প্রোফাইল কেন্দ্রে ভোটের দিন একটি বুথে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথন ভাইরাল হয়েছিল ৷ তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় মুখ্যমন্ত্রীকে বলা তাঁর ‘উর্দিতে দাগ নেব না’ কথাটি ৷