পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nagendra Nath Tripathi Transfer: বদলিতে ডিমোশন হল নগেন্দ্রনাথ ত্রিপাঠির, দাবি প্রাক্তন পুলিশকর্তার - শুভেন্দু অধিকারী

বীরভূমের পুলিশ সুপারের পদ থেকে রাজ্যের ডিআইজি ওএসডি হিসেবে বদলি করা হয়েছে আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে (Nagendra Nath Tripathi Transfer) ৷ এর জেরে তাঁর ডিমোশন হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ৷

Nagendra Nath Tripathi Transfer
Nagendra Nath Tripathi Transfer

By

Published : Feb 7, 2023, 7:49 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বীরভূমের (Birbhum) পুলিশ সুপার পদ থেকে বদলি করা হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে (IPS Nagendra Nath Tripathi) ৷ তাঁকে নিযুক্ত করা হয়েছে রাজ্য়ের ডিআইজি ওএসডি (DIG OSD) হিসেবে ৷ স্বাভাবিকভাবেই তাঁর বদলি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে ৷ প্রশাসনিক মহল থেকে বিষয়টিকে রুটিন বদলি হিসেবে দেখানো হয়েছে ৷ তার পরও বিতর্কে ইন্ধন জোগালেন রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম (Former ADG Nazrul Islam) ৷ তাঁর দাবি, নগেন্দ্রনাথ ত্রিপাঠির আসলে ডিমোশন হল ৷

কেন এই কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম, সেই ব্যাখ্য়াও তিনি দিয়েছেন ৷ তাঁর দাবি, শাসকদলের অধীনস্থ রাজনৈতিক নেতারা জেলা পুলিশ সুপারদের দিয়ে অনৈতিক কাজ করাতে চান । অনেক সময় বিভিন্ন জেলার পুলিশ সুপাররা বাধ্য হয়ে সেই অনৈতিক কাজ করেন ৷ এভাবে চলতে চলতে ওই সব আইপিএস-দের উপর চাপ বাড়তে থাকে ৷ এর পর যাঁরা ব্যর্থ হন, তাঁদের সরিয়ে দেওয়া হয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নগেন্দ্রনাথ ত্রিপাঠি প্রচারে আসেন 2021 সালের বিধানসভা নির্বাচন চলাকালীন ৷ নির্বাচন কমিশন তাঁকে নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা আসনের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব দিয়েছিল ৷ সেখানে মুখোমুখি লড়াই হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ সেই হাই প্রোফাইল কেন্দ্রে ভোটের দিন একটি বুথে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথন ভাইরাল হয়েছিল ৷ তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় মুখ্যমন্ত্রীকে বলা তাঁর ‘উর্দিতে দাগ নেব না’ কথাটি ৷

পরে তিনি বীরভূমের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান ৷ তাঁর সময়কালে ভাদু শেখ খুন, বগটুই হত্য়াকাণ্ডের মতো ঘটনা ঘটে৷ যা নিয়ে বীরভূম পুলিশ প্রবল সমালোচনার মুখে পড়ে ৷ স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়েছিল নগেন্দ্রনাথ ত্রিপাঠির ভূমিকাও ৷ এমনকী, গরুপাচার কাণ্ডে জেলবন্দি থাকা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা নিয়েও বীরভূম পুলিশ সমালোচনার মুখে পড়ে ৷ এর মাঝে বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয় ৷ তার পরপরই বদলি করা হল 2009 সালের ব্যাচের আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ৷ দায়িত্বে আনা হল সুন্দরবন পুলিশ জেলার এসপি ভাস্কর মুখোপাধ্যায়কে ৷ স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, জোড়া বিস্ফোরণই কি এই রদবদলের আসল কারণ ?

যদিও ভাস্কর মুখোপাধ্যায়ের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে ৷ কারণ, কয়লাপাচার কাণ্ডে ভাস্কর মুখোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । প্রশ্ন উঠেছে, নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে সরিয়ে কেন এমন একজন পুলিশ সুপারকে জেলায় আনা হল, যিনি পাচারকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের আতস কাঁচের তলায় রয়েছেন ? এই বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম জানান, রাজনৈতিক নেতারা যে সকল পুলিশ অফিসারদের পছন্দ করেন এবং তাঁরা এক প্রকার নিশ্চিত হন যে এই পুলিশ আধিকারিককে দিয়ে তাঁদের বাসনা পূর্ণ করা যাবে, সেই রকম পুলিশ আধিকারিকদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজে ব্যবহার করা হয় ।

আরও পড়ুন:মাড়গ্রামকাণ্ডের জের, সরানো হল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে

ABOUT THE AUTHOR

...view details