পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coronavirus: করোনায় আক্রান্ত বিদেশিনী, বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে

করোনায় আক্রান্ত (Corona Positive) কুয়ালালামপুর (Kuala Lumpur) থেকে বিমানে ভারতে আসা বিদেশিনী ৷ তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা (Foreign Passenger) বলে জানা গিয়েছে ৷ তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Foreign Passenger is tested Positive for Coronavirus after reaching Netaji Subhash Chandra Bose International Airport
প্রতীকী ছবি ৷

By

Published : Dec 26, 2022, 6:21 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: করোনা (Coronavirus) নিয়ে ফের বাড়ছে আতঙ্ক ৷ আর তার মধ্যেই মাথাব্যথা বাড়ল কলকাতা তথা রাজ্য়ের ৷ সোমবার দমদম বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport) খোঁজ মিলল এক করোনা আক্রান্ত (Corona Positive) বিমানযাত্রীর ৷ আক্রান্ত মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দা (Foreign Passenger) ৷ সোমবার রাত 12টা 40 (AM) মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কুয়ালালামপুর (Kuala Lumpur) থেকে এসেছেন ৷ নিয়ম মাফিক, বিমানবন্দরে পৌঁছতেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ করা হয় কোভিড নির্ণয়কারী পরীক্ষাও ৷ তাতেই ধরা পড়ে ওই মহিলা যাত্রী করোনায় আক্রান্ত ৷ সঙ্গে সঙ্গে তাঁকে বাকিদের থেকে আলাদা করে দেওয়া হয় ৷ বিমানবন্দর থেকে যাবতীয় করোনা বিধিনিষেধ মেনেই তাঁকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে ৷ আপাতত সেখানেই তাঁকে নিভৃতবাসে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

করোনা আক্রান্ত বিদেশিনী ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে ৷

আক্রান্ত ওই মহিলা বিমানযাত্রীর বয়স 48 বছর ৷ তাঁর কাছে অস্ট্রেলিয়ার পাসপোর্ট রয়েছে ৷ সূত্রের খবর, তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা এসেছিলেন ৷ পরবর্তী গন্তব্য ছিল বুদ্ধগয়া ৷ কিন্তু, কলকাতায় আসার পর কোভিডের কোনও উপসর্গই তাঁর শরীরে ছিল না ! তবুও নিয়ম মাফিক দমদম বিমানবন্দরে নামার পরই তাঁর করোনা পরীক্ষা করা হয় ৷ তাতে রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই তাঁকে নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে ৷ সেখানে আইবি-2 ওয়ার্ডে তাঁকে সকলের থেকে আলাদা করে রাখা হয়েছে ৷ ওই মহিলার শরীরে BF.7-এর উপস্থিতি রয়েছে কি না, তা জানতে তাঁর শরীর থেকে সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্স পরীক্ষাও করা হতে পারে বলে জানা গিয়েছে ৷ তবে, এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি ৷

আরও পড়ুন:করোনা আবহেই বুদ্ধগয়ায় আসছেন দলাই লামা, জারি কোভিডবিধি

উল্লেখ্য, বুদ্ধগয়া যাওয়ার পথে আরও চার বিদেশি তীর্থযাত্রীর শরীরে করোনার উপসর্গ ধরা পড়েছে ৷ ওই চারজন থাইল্যান্ড এবং মায়ানমার থেকে ভারতে এসেছিলেন ৷ গয়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Gaya International Airport) পৌঁছতেই তাঁদের করোনা পরীক্ষা করা হয় ৷ তাতে ওই চারজনেরই রিপোর্ট পজিটিভ আসে ৷ সংশ্লিষ্ট হোটেলেই তাঁদের বাকি সকলের থেকে আলাদা করে রাখা হয়েছে ৷

বেলেঘাটা আইডির সুপার আমিতাভ চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত বিদেশিনীর স্বাস্থ্য সম্পর্কে জানান, "ওই মহিলা অস্ট্রেলিয়া থেকে এসেছেন ৷ বিমানবন্দরে তাঁর করোনা পরীক্ষা করা হয় ৷ সেখানে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ পরবর্তীতে তাঁর আরটি-পিসিআর পরীক্ষা বা জিনোম সিকোয়েন্স করা হবে কিনা, সেই বিষয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details