কলকাতা, 20 জুলাই : দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্টোন ইন্ডিয়া কারখানা । কিন্তু, নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন দু'জন নিরাপত্তারক্ষী । আজ ভোরে তাঁরা দেখতে পান দু'জন যুবক কারখানার পাঁচিল টপকে ভেতরে ঢুকেছে । সম্ভবত, কারখানার স্ক্র্যাপ চুরি করতেই তারা ভিতরে ঢুকছিল । নিরাপত্তারক্ষীরা থামতে বললে ওই দুই যুবক তাঁদের উপর হামলা করে বলে অভিযোগ । নিজেদের বাঁচাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের একজন গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে । গুলি লাগে এক যুবকের পায়ে । অন্যজন সেই সময় ঘটনাস্থান ছেড়ে চম্পট দেয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই যুবকের একজনের নাম বিশ্বজিৎ বোস । অন্যজন পটলা । আজ ভোর চারটে নাগাদ তাদের কারখানার ভেতরে দেখতে পান নিরাপত্তারক্ষীরা । এগিয়ে গিয়ে জানতে চান কেন তারা কারখানার ভিতরে ঢুকেছে । অভিযোগ, তখনই বিশ্বজিৎ ও পটলা হামলা চালায় । সেই সময়েই এক নিরাপত্তারক্ষীর গুলিতে জখম হয় বিশ্বজিৎ । অন্যজন এইসময় ওই স্থান ছেড়ে পালায় । জানা গেছে ওই দুই যুবক মদ্যপ অবস্থায় ছিল ।