পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তারাতলার বন্ধ কারখানায় চলল গুলি, তদন্তে পুলিশ - Crime

বন্ধ কারখানায় স্ক্র্যাপ চুরি করতে ঢুকে বাধা পেয়ে নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ দুই মদ্যপ যুবকের । প্রতিহত করতে গিয়ে গুলি চালানোর অভিযোগ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ।

Firing at stone india factory
Firing at stone india factory

By

Published : Jul 20, 2020, 9:26 PM IST

কলকাতা, 20 জুলাই : দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্টোন ইন্ডিয়া কারখানা । কিন্তু, নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন দু'জন নিরাপত্তারক্ষী । আজ ভোরে তাঁরা দেখতে পান দু'জন যুবক কারখানার পাঁচিল টপকে ভেতরে ঢুকেছে । সম্ভবত, কারখানার স্ক্র্যাপ চুরি করতেই তারা ভিতরে ঢুকছিল । নিরাপত্তারক্ষীরা থামতে বললে ওই দুই যুবক তাঁদের উপর হামলা করে বলে অভিযোগ । নিজেদের বাঁচাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের একজন গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে । গুলি লাগে এক যুবকের পায়ে । অন্যজন সেই সময় ঘটনাস্থান ছেড়ে চম্পট দেয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই যুবকের একজনের নাম বিশ্বজিৎ বোস । অন্যজন পটলা । আজ ভোর চারটে নাগাদ তাদের কারখানার ভেতরে দেখতে পান নিরাপত্তারক্ষীরা । এগিয়ে গিয়ে জানতে চান কেন তারা কারখানার ভিতরে ঢুকেছে । অভিযোগ, তখনই বিশ্বজিৎ ও পটলা হামলা চালায় । সেই সময়েই এক নিরাপত্তারক্ষীর গুলিতে জখম হয় বিশ্বজিৎ । অন্যজন এইসময় ওই স্থান ছেড়ে পালায় । জানা গেছে ওই দুই যুবক মদ্যপ অবস্থায় ছিল ।

ঘটনার খবর পেয়ে তারাতলা থানার পুলিশ SSKM হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছায় । সেখানে চিকিৎসকের সামনে বিশ্বজিতের স্টেটমেন্ট রেকর্ড করা হয় ।

এই ঘটনায় পুলিশের তরফে ওই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছে । অন্যদিকে, স্টোন ইন্ডিয়ার চিফ সিকিউরিটি অফিসার ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারাতলা থানায় । দু'টি মামলারই তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details