কলকাতা, 4 জুলাই:কয়েকদিন আগেই ডেঙ্গি রোধে পুলিশকে চিঠি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এবার ডেঙ্গি রোধে রেলকে চিঠি দিলেন মেয়র ৷ টালিগঞ্জ রেল ওভার ব্রিজের দুই দিকের বিস্তীর্ণ এলাকাজুড়ে আবর্জনা স্তূপ জমে রয়েছে ৷ সেখান থেকে মিলেছে মশার লার্ভাও । নগরবাসীর স্বাস্থ্য রক্ষায় সেই আবর্জনা পরিষ্কারের আবেদন জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম চিঠি দিয়েছেন রেল কর্তাকে । শিয়ালদা ডিভিশনের ডিআরএম (রেল) দীপক নিগমকে এই চিঠি পাঠানো হয়েছে । সোমবার সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে রেল ।
টালিগঞ্জ রেল ওভার ব্রিজের দুই দিক যত্রতত্র ছড়িয়ে-ছটিয়ে আছে আবর্জনায় । পড়ে রয়েছে মাটির ভাঙা পাত্র, প্লাস্টিকের কৌটো ৷ তার মধ্যেই জমেছে জল ৷ সেই জলে মিলেছে মশার লার্ভা । বেশ কয়েকটি নিয়মিত অভিযানে এই বিষয়টি নজরে এসেছে কলকাতা কর্পোরেশনের ভেক্টর কন্ট্রোল কর্মীদের । তাঁরা বিষয়টি জানিয়েছে আধিকারিকদের । এর পরেই কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম শিয়ালদা ডিভিশনের রেল কর্তা দীপক নিগমকে সমস্ত ঘটনা উল্লেখ করে জায়গাটি পরিষ্কার করার আবেদন করেছেন ৷