কলকাতা, 14 অক্টোবর: বউবাজারে মদন দত্ত লেনে ফের বাড়িতে ফাটল ৷ শুক্রবার ভোরে কোনওরকমে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা ৷ এই বিপর্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানালেন, রেল বোর্ডের আধিকারিকরা না আসা পর্যন্ত এর সমাধান হবে না ৷ তাঁরা এলে তাঁদের সঙ্গে আলোচনা করবেন মেয়র (KMC Mayor Firhad Hakim Reaction) ৷ তিনি আরও বলেন, "যাঁরা কাজ করছেন, তাঁরা সিদ্ধান্ত নিতে পারছেন না । রেল বোর্ডের আধিকারিকরা না এলে এই সমস্যার সমাধান অসম্ভব । আমার মনে হয় আলোচনায় সমস্যার সমাধানের পথ বের হবে ।"
তিনি বলেন, "আমি ইঞ্জিনিয়ার নই ৷ কিন্তু সেই ছোট থেকে আজ 25 বছর ধরে কাউন্সিলরের কাজ করেছি ৷ তাতে মনে হয় যে, আন্ডারগ্রাউন্ডে মেট্রোর টানেলের প্রেশারে কোথাও কোনও গণ্ডগোল হয়নি ৷ তাহলে অন্য জায়গাতেও এতক্ষণে কিছু কিছু বিপত্তি হত ৷" বউবাজারে মদন দত্ত লেনের বিপর্যয়ের জন্য তিনি মেশিনকে দায়ী করেন ৷ ফিরহাদ বলেন, "ওখানে একটা ওয়াটারপকেট তৈরি হয়েছে ৷ চারদিক দিয়ে জল চুঁইয়ে এসেছে ৷ এখন আবার ওই জলটা মাটি ধুয়ে ধুয়ে যাচ্ছে বলে আমার অনুমান ৷" তিনি বার বার বিশেষজ্ঞ দলের অনুসন্ধানের উপর জোর দেন ৷
আরও পড়ুন: Bowbazar Metro Work Crisis: ফের বউবাজারে ফাটল-আতঙ্ক! মদন দত্ত লেন ছাড়ছেন স্থানীয়রা