কলকাতা, 21 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তেড়েফুঁড়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল ৷ ক্ষমতা দখলের লড়াইয়ে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ ৷
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়লাকাণ্ডে নোটিস দিতে তৃণমূল যুব সভাপতির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা । তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় তরজা ৷ এ-প্রসঙ্গে কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান," এই ঘটনা অত্যন্ত অন্যায় , ঘৃণ্য ৷ ভোটের আগে সিবিআই , ইডি সক্রিয় হয়ে যায় ৷ আগেও ঠিক ভোটের আগে আমাদের উপর নারদা , সারদার অভিযোগ এসেছিল ৷ একটা ভোট থেকে আর একটা ভোট গেল , সবাই ঘুমিয়ে পড়ল ৷ এখন আবার নতুন নাটক ৷ "
বিজেপিকে হঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য," বিজেপি যদি বাপের ব্যাটা হয় তাহলে সামনে এসে রাজনৈতিকভাবে মোকাবিলা করুক ৷ এইভাবে মা বোনেদের টেনে মোকাবিলা নয় ৷ কারণ মহিলাদের নিয়ে কাপুরুষরা মোকাবিলা করে ৷ বিজেপি কাপুরুষ ৷ তাই এইভাবে বিজেপি সিবিআই , ইডিকে ব্যবহার করছে ৷ "