পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: মিঠুন ভয়ে বাংলা থেকে পালিয়েছিলেন, মন্তব্য ফিরহাদের - ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য সরকারের কর্মকাণ্ডকে তুলনা করেছে বিজেপি । সেই প্রসঙ্গে তাদের ছেড়ে কথা বললেন না ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

Firhad Hakim
ফিরহাদ হাকিম

By

Published : Dec 17, 2022, 3:02 PM IST

ফিরহাদ হাকিম

কলকাতা, 17 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম । অমিতাভ বচ্চন থেকে অরিজিৎ সিং মঞ্চ আলো করেছিলেন । তবে বাংলার চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে না-ডাকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । তিনি টুইট করেও কটাক্ষ করেন রাজ্যকে । তাঁর পালটা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম (Firhad Hakim) ৷

এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী পাবলিসিটির জন্য নয় । বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে এক জায়গায় নিয়ে এসেছেন বলে 216টা সিট দিয়ে বাংলার মানুষ আজকে সরকার পরিচালনা করার দায়িত্ব তাঁকে দিয়েছেন ।

আরও পড়ুন:মানবিক মেয়র, রক্সি থেকে উচ্ছেদকারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দোকান

সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি 216টা আসন আনবেন তারপর আপনি ঠিক করবেন কেমনভাবে বাংলা চালাবেন । এখন মুখ্যমন্ত্রী ঠিক করছেন কারণ বাংলার মানুষ তাঁকে দায়িত্ব দিয়েছেন, তাঁর মতো করে পরিচালনা করার জন্য । এর আগে আমরা সিপিএম আমলে দেখতাম কয়েকটা পাকা পাকা লোক শুধু ফিল্ম ফেস্টিভ্যাল বলে নন্দনে ঘুরে বেড়াতেন। আজকে ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল লেভেলের যে হাইটে গিয়েছে, এটা মুখ্যমন্ত্রী বলেই সম্ভব। এরপর মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে কলকাতার মেয়র বলেন, "মিঠুন দা বহু বছর বাংলায় নেই । ভয়ে বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন । এখন ফের ফিরেছেন, বিজেপি ভালো করে প্রোটেকশন দিক ।"

এছাড়াও আবাস যোজনা দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের উত্তরে ফিরহাদ বলেন, "দেখুন মুখ্যমন্ত্রী চাইছেন স্বচ্ছতা । তাই ইন্সপেকশন হচ্ছে এবং পার্টি নির্বিশেষে ডিএম-দেরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই নির্দেশের জন্য ডিএম-রা স্কুটিনি করছে । সেই স্কুটিনিতে বিজেপির এমএলএ তাঁর স্ত্রীয়ের নামও ধরা পড়ছে । আবার তৃণমূলের নামও ধরা পড়ছে । এগুলোকে বাতিল করার অর্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেগুলো নিয়ে লাফাচ্ছে বিরোধীরা ।"

আরও পড়ুন:স্বচ্ছতা আনতে ডিজিটাল লাইব্রেরি করল কলকাতা পৌরনিগম

ABOUT THE AUTHOR

...view details