কলকাতা, 1 মার্চ: বুধবার দুপুরে নাগেরবাজারের ডায়মন্ড সিটি আবাসনের 16তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে (Fire Breaks Out)। ফ্ল্যাটের ভিতর থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। আগুন লাগার প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, 16তলায় 16ডি, 16ই ফ্লোরে ইন্টেরিয়রের কাজ চলছিল; সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটে ৷ উদ্ধারকাজে সামিল খোদ দমকলমন্ত্রী ৷
আগুন এত ভয়াবহ আকার নেয় যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় লোকজন খবর দেয় দমকলে। পাশাপাশি নাগেরবাজার থানাতেও খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও নিজেদের ঘর থেকে নেমে আসেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে চলে যান ৷ এরপর দুর্ঘটনাস্থলে মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছন ৷