পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কথা রাখলেন অভিষেক, শাহি সভার আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে পৌঁছল আর্থিক সাহায্য!

Financial Aid from TMC: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন, কেন্দ্র যদি প্রকল্পের বকেয়া টাকা না দেয় তাহলে তৃণমূল দেবে ৷ সেই অনুযায়ী রাজ্যে অমিত শাহের সভার আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে পৌঁছল শাসকদলের তরফে আর্থিক সাহায্য ৷

Abhishek Banerjee letter
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 2:02 PM IST

কলকাতা, 27 নভেম্বর:রাজ্যে হতে চলেছে বিজেপির শাহি সভা ৷ তার আগে নিজের কথা অনুযায়ী কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে আর্থিক সাহায্য পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছে চিঠি ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা 100 দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের এই টাকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ যারা কেন্দ্রের বকেয়ার দাবিতে দিল্লি ও কলকাতায় তৃণমূলের ধরনা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ৷

চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সভা রয়েছে তাঁর । সূত্রের খবর, এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে সরব হবেন বিজেপি নেতারা । এক্ষেত্রে গেরুয়া শিবির চ্যালেঞ্জ নিয়েছে 100 দিনের কাজ করে দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন, এমন মানুষদের এই সভায় হাজির করবেন তাঁরা । অন্যদিকে বিজেপির এই পদক্ষেপের পালটা হিসাবে নিজেদের ঝাঁঝও বাড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।

অমিত শাহের সভার আগেই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি সরাসরি পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে । চিঠিতে উল্লেখ থাকছে, রাজ্য সরকার কীভাবে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে । কেন্দ্রীয় সরকার কীভাবে বিভিন্ন সময় অর্থ বন্ধ করে দিয়ে তাঁদের বঞ্চিত করেছেন । এখনও পর্যন্ত 100 দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কত টাকা বাকি রয়েছে । একইসঙ্গে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে শুধু এখন নয়, আগামিদিনও তৃণমূল কংগ্রেস একইভাবে এই বঞ্চিত মানুষদের পাশে থাকবে । তাদের অধিকারের দাবি নিয়ে লড়াই করবে ।

ইতিমধ্যেই 100 দিনের প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ নিয়ে দিল্লি অভিযান করেছে তৃণমূল কংগ্রেস ৷ যার নেতৃত্বে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এখানেই শেষ নয়, এই দাবিকে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজভবনের বাইরেও ধরনা দেন তিনি । একইসঙ্গে তৃণমূল প্রত্যেক ব্লক স্তরেই এই বঞ্চিত মানুষের বেতন তথা অধিকারের দাবি নিয়ে সরব হয়েছে, তা নিয়ে মিটিং মিছিলও করেছে । এর পাশাপাশি দলনেত্রীর নির্দেশে মঙ্গলবার থেকে বিধানসভাতেও আম্বেদকার মূর্তির পাদদেশে 100 দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল । আর এসবের মাঝেই জনপ্রতিনিধিদের মারফত সরাসরি সাধারণ খেটে খাওয়া মানুষদের বাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার কাজ করছেন জনপ্রতিনিধিরা ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া এই চিঠির মূল বার্তা..

" 3 অক্টোবর আমি ঘোষণা করেছিলাম যে সকল জব কার্ড হোল্ডার আমাদের সঙ্গে দিল্লি গিয়েছেন, এমনকী কেন্দ্র রেল বাতিল করলেও কষ্ট করে নারী-পুরুষ সবাই বাসেও গিয়েছেন, তাঁদের যদি কেন্দ্র টাকা না মেটায়, আমি আমার তরফ থেকেই তাঁদের প্রাপ্যের টাকা দিয়ে পাশে দাঁড়াব । সেই সূত্রেই আজকের এই চিঠি । প্রতিশ্রুতিমত আর্থিক সাহায্য পাঠালাম । সপরিবারে ভালো থাকুন । লড়াইয়ে থাকুন । "

আরও পড়ুন:

  1. 29 নভেম্বর বিজেপির বিশাল সমাবেশ, ভিডিয়ো বার্তায় যোগ দেওয়ার ডাক শুভেন্দুর
  2. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  3. '... অক্টোবরের পর সিনেমা দেখাব', একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রকে ফের হুঁশিয়ারি অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details