কলকাতা, 6 মে : সোশ্যাল মিডিয়ায় ভোট-পরবর্তী হিংসা ছড়ানোয় এবং ভুয়ো খবর পোস্ট করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল সিআইডির গোয়েন্দারা। ভবনী ভবন সূত্রের খবর ধৃতদের নাম আকাশ মণ্ডল এবং অর্ঘ্য সাহা। তাদের মধ্যে আকাশের বাড়ি দেগঙ্গায় ৷ অর্ঘ্য সোনারপুরের বাসিন্দা । অর্ঘ্য আইটিআই এর ছাত্র। পাশাপাশি সে এবিভিপির সদস্য বলেও জানা গিয়েছে। অন্য দিকে আকাশ মণ্ডল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া।
ভবানী ভবন সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দুই যুবক সোশ্যাল মিডিয়ায় দুটি পৃথক ভিডিয়ো পোস্ট করেছিলেন। অভিযোগ দুটি পোস্টই উত্তেজনামূলক এবং বিতর্কিত । দুটি ভিডিয়োতে রয়েছে ভিন রাজ্যের অশান্তির ছবি। কিন্তু দুই যুবকের পোস্ট করা ভিডিয়োতে দেখানো হয়েছে সেই অশান্তি পশ্চিমবঙ্গের। এমন ভুয়ো পোস্ট করার পরেই সিআইডির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।