কলকাতা, 23 নভেম্বর: নতুন রাজ্যপালের শপথগ্রহণে (Swearing-in Ceremony of New Governor) আমন্ত্রিত হিসেবে সস্ত্রীক উপস্থিত বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি (Ex-Governor of Bengal Gopal Krishna Gandhi ) ৷ বুধবার সকাল 10টা নাগাদ রাজভবনে পৌঁছন প্রাক্তন এই রাজ্যপাল ৷ রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম তাঁকে স্বাগত জানান ৷ পাশাপাশি, নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়া বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নমস্কার করতে আসন ছেড়েও উঠে আসেন গোপালকৃষ্ণ গান্ধি ৷ তাঁকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
অন্যদিকে, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে শপথ নেওয়ার আগে, রাজভবনে উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা সারেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ৷ সেই আলাপপর্বে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় নবনিযুক্ত রাজ্যপালকে ৷ তবে, উল্লেখযোগ্যভাবে রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও এলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ যা নিয়ে পরবর্তী সময়ে একটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া দুই বিধায়কের পাশে তাঁর আসন রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷