কলকাতা, 3 এপ্রিল : সারদাকাণ্ডে এবার কুণাল ঘোষ ও শতাব্দী রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সংবাদমাধ্যমের একাংশে আজ দুপুরে এমনই খবর প্রকাশিত হয় ৷ একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে দেবযানী মুখোপাধ্যায়ের সম্পত্তিও ৷ বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে একাধিক জায়গায় জমি, ফ্ল্যাট, গাড়ি, গয়না এবং একাধিক স্থাবর-অস্থাবর সম্পত্তি ৷ সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ।
ইডি আধিকারিক সূত্রে খবর, এখনও পর্যন্ত যে পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক 600 কোটি টাকা । যদিও কোনও ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার নোটিশ তাঁরা পাননি বলে দাবি করছেন কুণাল ঘোষ ও শতাব্দী রায় ৷
সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর ভুল বলে দাবি করলেন কুণাল-শতাব্দী উল্লেখ্য, কিছুদিন আগেই সারদার থেকে নেওয়া টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ফিরিয়ে দিয়েছেন কুণাল ঘোষ ৷ প্রায় 2 কোটি 67 লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র ৷ কুণাল ঘোষের দাবি, সারদার থেকে বিজ্ঞাপণ বাবদ যত টাকা নিয়েছিলেন তিনি, সেই সব টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন ৷ নতুন করে কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি বলেই জানিয়েছেন কুণাল ঘোষ ৷ ভোটের আগে রাজ্যের শাসক দলকে চাপে ফেলতেই ফের এই ধরনের কাজ বলে মনে করছেন তিনি ৷
আরও পড়ুন :মেট্রো ডেয়ারি মামলায় এবার আরও দুই আমলাকে সমন ইডির
একসময় সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছলিনে তৃণমূল সাংসদ শতাব্দী রায় ৷ শতাব্দীর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি আধিকারিক সূত্র খবর ৷ যদিও শতাব্দী বলছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না ৷ বললেন, যদি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, তবে তা আমার জানার কথা ৷ কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু জানি না ৷ ইডির থেকে এখনও পর্যন্ত আমাকে কিছু জানানো হয়নি ৷"