পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিষ্ণুপুরের SDPO সহ 7 পুলিশ অফিসারকে সরাল কমিশন

এক SDPO সহ সাত পুলিশ অফিসারকে সরানোর নির্দেশ দিল কমিশন । কমিশন সূত্রে খবর, ওই অফিসারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

ফাইল ফোটো

By

Published : Apr 22, 2019, 11:15 AM IST

Updated : Apr 22, 2019, 2:10 PM IST

কলকাতা, 22 এপ্রিল : আগে বদলি হয়েছিল পুলিশ সুপার ও কমিশনারস্তরে । এবার এক SDPO সহ সাত পুলিশ অফিসারকে সরাল কমিশন । তাঁদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ । সেই সূত্রেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর । মুকুল রায় যে থানা এলাকার বাসিন্দা, সেই বীজপুরের IC-কে অপসারণ যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

যাদের সরাল কমিশন

  • রঘুনাথগঞ্জের IC শংকর রায়
  • ফরাক্কার IC উদয়শংকর ঘোষ
  • বারাবনির OC অজয় মণ্ডল
  • অন্ডালের OC রাজশেখর মুখার্জি
  • বীজপুরের IC কৃষ্ণন্দু ঘোষ
  • সামশেরগঞ্জের ASI বিধান হালদার
  • বিষ্ণুপুরের SDPO সুকমল দাস


বিষ্ণুপুরের SDPO সুকমল দাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল সবকটি বিরোধী রাজনৈতিক দল । নির্বাচনের বহু আগে থেকেই সরব হয়েছিলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ । তাঁকে অন্যায়ভাবে ফাঁসানোর অভিযোগ তুলেছিলেন । সেই থেকেই সুকমল দাসকে অপসারণের দাবি জানিয়ে আসছিল BJP । সুকমলের বিরুদ্ধে CPI(M) ও কংগ্রেসের তরফেও দায়ের করা হয় অভিযোগ । সেই সূত্রেই নির্বাচন কমিশন এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে বিষ্ণুপুরের SDPO-কে সরাতে হবে । অন্যদিকে, দিনকয়েক আগে পশ্চিম বর্ধমানে গোষ্ঠীসংঘর্ষ হয় । বরাকরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সেই সংঘর্ষ হয় বলে অভিযোগ । সেই সময় রাজ্যে ছিলেন স্পেশাল পুলিশ অবজ়ার্ভার বিবেক দুবে। বারাবনির OC অজয় মণ্ডলকে সেই সূত্রেই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। পশ্চিম বর্ধমানের অন্ডালের OC রাজশেখর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বাবুল সুপ্রিয়। তাঁকেও সরানোর নির্দেশ দিল কমিশন।

আগামীকাল মুর্শিদাবাদে ভোট। ওই জেলার দুই IC-র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বিরোধীদের অভিযোগ ছিল, রঘুনাথগঞ্জের IC সৈকত রায়, ফরাক্কার IC উদয়শংকর ঘোষ না কি পক্ষপাতমূলক আচরণ করছিলেন । সেই সূত্রেই এই দুই IC-কে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে । বীজপুরের IC কৃষ্ণেন্দু ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন খোদ মুকুল রায় । তিনি রাজ্যের শাসকদলের হয়ে পক্ষপাতমূলক আচরণ করছিলেন বলে অভিযোগ ছিল ।

প্রসঙ্গত, বীজপুরে মুকুল রায়ের বাড়ি । সেই সূত্রেই এই IC-কে সরানোর নির্দেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই । কারণ, ইতিমধ্যেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, মুকুল রায়ের কলকাঠিতেই পুলিশ অফিসারদের সরানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন । এদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ASI বিধান হালদারকেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মধ্যেই এই বদলির নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

Last Updated : Apr 22, 2019, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details