কলকাতা, 1 সেপ্টেম্বর : আজ উপনির্বাচন নিয়ে কয়েকটি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি উপনির্বাচন নিয়ে তাদের পরামর্শ কমিশনের দফতরে জমা দিয়েছে । 30 অগস্টের মধ্যে উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত জানানোর কথা বলা হয়েছিল । এরপর আজ বুধবার নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে । দুপুর 3টে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দিনের বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর ।
শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ আরও কয়েকটি রাজ্যে উপনির্বাচন রয়েছে ৷ করোনা পরিস্থিতিতে তা বন্ধ ছিল ৷ কিন্তু ছয় মাসের মধ্যে উপনির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৷ সেকারণেই 30 অগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলিকে তাদের মতামত জানানোর কথা বলা হয়েছিল ৷ এরপর আজ এই উপনির্বাচন নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ৷ নবান্ন সূত্রের খবর, এ দিনের বৈঠকের মূল বিষয় হতে চলেছে এ রাজ্যের 7 কেন্দ্রের উপনির্বাচন । নভেম্বরের শুরুতে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে । তাই এই বৈঠক থেকেই রাজ্যের তরফে নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য বলা হতে পারে ।
আরও পড়ুন,Sujan Chakraborty : লোকাল ট্রেন-স্কুল বন্ধ, উপনির্বাচনের পরিবেশ কোথায় ? প্রশ্ন সুজনের