পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনের দায়িত্বে "শাস্তিপ্রাপ্ত" SDPO, BJP-র অভিযোগে সরাল কমিশন

খড়গপুরের SDPO হিসেবে কর্মরত ছিলেন সুকোমল দাস । গত লোকসভা নির্বাচনের সময় তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের SDPO ছিলেন । 22 এপ্রিল তাঁকে বদলির নির্দেশ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ।

By

Published : Nov 18, 2019, 6:16 PM IST

Updated : Nov 18, 2019, 7:28 PM IST

চিঠি অমান্য করে নির্বাচনের দায়িত্বে শাস্তিপ্রাপ্ত অফিসার, খড়্গপুরের SDPO কে সরালো কমিশন

কলকাতা, 18 নভেম্বর : লোকসভা নির্বাচনে "শাস্তিপ্রাপ্ত" অফিসার এখনও পর্যন্ত নির্বাচন পরিচালনার দায়িত্বে ৷ যা কমিশনের নির্দেশের বিরোধী ৷ গত সপ্তাহে নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ দায়ের করে রাজ্য BJP ৷ সেই অভিযোগ পেয়ে খড়গপুরের SDPO সুকোমল দাসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷

25 নভেম্বর রাজ্যের 3 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের । সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনটি দখলে রাখতে মরিয়া BJP । অন্যদিকে এই আসনটি ছিনিয়ে নিতে তৃণমূলের তরফে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে । সেই খড়্গপুরের SDPO হিসেবে কর্মরত ছিলেন সুকোমল দাস । গত লোকসভা নির্বাচনের সময় তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের SDPO ছিলেন । 22 এপ্রিল সুকোমল দাসকে বদলির নির্দেশ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন । BJP নেতা মুকুল রায় নির্বাচন কমিশনের কাছে সুকোমলবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন । তারও আগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তাঁর বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ আনেন ।

দেখুন ভিডিয়ো

ভোটের ডিউটিতে শাস্তিপ্রাপ্ত কোনও অফিসারকে নিয়োগ করা চলবে না । নির্বাচন কমিশনের তরফে ‌‌মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ও নবান্নে চিঠি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয় ৷ রাজ্যে আসন্ন 3 বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন উপলক্ষ্যে এমন চিঠি দেওয়া হয় । গত লোকসভা নির্বাচনেও এমনই নির্দেশিকা দিয়েছিল কমিশন । জানানো হয়েছিল, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে অতীতে শাস্তিপ্রাপ্ত কোনও অফিসারকেই যুক্ত রাখা যাবে না। সেই সূত্রে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সাধারণ কর্মী কিংবা পুলিশ কাউকেই লোকসভা নির্বাচনের দায়িত্বে রাখা হয়নি । এই বিষয়ে যথেষ্ট কড়া ছিল নির্বাচন কমিশন । এবারও একইরকম কড়া মনোভাব দেখাচ্ছে তারা । দিল্লি নির্বাচন সদর থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে আবারও পাঠানো হল একইরকম নির্দেশিকা । তার জেরেই মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ও নবান্নে পাঠিয়ে চিঠি পাঠানো হয় । তার পরও সুকোমলবাবু ডিউটিতে ছিলেন বলে অভিযোগ BJP - র ৷

Last Updated : Nov 18, 2019, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details