কলকাতা, 6 ডিসেম্বর:বিজেপির শূন্যপদের হিসেব ভ্রান্ত । শূন্যপদের সঙ্গে মোট পদ গুলিয়ে ফেলেছে বলেই বিধানসভায় মঙ্গলবার সরব হলেন শিক্ষামন্ত্রী । মঙ্গলবার রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলার সময়েই শূন্যপদের হিসাব জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর কথায়, বর্তমানে রাজ্যের শূন্যপদের সংখ্যা 781টি । সেই শূন্যপদে দ্রুত নিয়োগের আশ্বাসও দিয়েছেন তিনি ৷
শিক্ষামন্ত্রীর হিসাব অনুযায়ী, বর্তমানে রাজ্যে 781টি শিক্ষকপদ শূন্য রয়েছে । উচ্চমাধ্যমিক স্কুলে 13টি শিক্ষকপদ, মাধ্যমিক স্তরে স্কুলে 28টি, উচ্চপ্রাথমিক স্কুলে 473টি এবং প্রাথমিক স্কুলে 267টি শিক্ষকপদ শূন্য রয়েছে । সে কথা উল্লেখ করেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "বিজেপি বারবার দাবি করেছে রাজ্যে প্রায় 3 লক্ষ শিক্ষকপদ ফাঁকা । এই দাবি সম্পূর্ণ ভ্রান্ত । আমি আগে বিধানসভায় বলেছিলাম পুরোনো মোট পদের সংখ্যা প্রায় 3 লক্ষ। বিজেপির কিছু বিধায়ক শূন্যপদকে গুলিয়ে ফেলেছেন।"
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গান্ধিমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানে রয়েছেন যোগ্য চাকরিপ্রার্থীরা । তাঁদের নিয়োগ কবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন । সেই প্রসঙ্গেই মন্ত্রী জানান, "যারা বসে রয়েছেন তাঁরা নতুন পদে নিয়োগ হবেন । নতুন পদ তৈরি করা হচ্ছে। এসএসসি বা প্রাথমিক পর্ষদ পরীক্ষার নিচ্ছে, ইন্টারভিউ হচ্ছে সেই নতুন পদের নিরিখে শূন্যপদ পূরণ হচ্ছে ।"
তবে রাজ্যের এই বিষয় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "গোটা রাজ্যে মোট শূন্য শিক্ষক পদের সংখ্যা 781টি। বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ রেখে কোন ম্যাজিকের বলে শূন্যপদ পূরণ হয়ে গেল, কীসের ভিত্তিতে তিনি এই তথ্য প্রকাশ করলেন তা শ্বেতপত্র আকারে জনসমক্ষে প্রকাশ করা হোক । আগামীতে নিয়োগ না-করে সরকারি শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণরূপে বেসরকারিকরণ করার যে ছক কষে রাখা রয়েছে ৷ এই কথার মধ্য দিয়ে তা প্রমাণিত হল।"
আরও পড়ুন:
- স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, সবক শেখাতে যুবককে কান ধরে ওঠবোস করিয়ে বিতর্কে বিধায়ক; নিন্দা বিজেপির
- বড়দিন-বর্ষবরণে পার্ক স্ট্রিটকে 12 জোনে ভাগ করে নিরাপত্তার প্রস্তুতি লালবাজারের
- 'আমাদের প্রতি উদার হোন, বাংলায় কাজের সুযোগ দিন !' চলচ্চিত্র উৎসবে বললেন সলমন