পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CMS-এ টেকনিকাল সমস্যা, পড়ুয়াদের রেজ়াল্টের হার্ডকপি দেওয়ার নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের - পড়ুয়াদের রেজ়াল্টের হার্ডকপি দেওয়ার নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের

পরীক্ষায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বর আপলোড করতে গিয়ে স্কুলের মাধ্যম খুঁজে পাচ্ছেন না স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । সেক্ষেত্রে স্কুল পড়ুয়াদের তালিকাই খুলছে না । ফলে সেখানে কোনও পড়ুয়ার রেজ়াল্টের নম্বর আপলোড করা যাচ্ছে না । তাই দপ্তরের কমিশনারের তরফে স্কুলগুলিকে আগের মতো এই বছরও পড়ুয়াদের মার্কশিট বা প্রগ্রেস রিপোর্ট হার্ডকপিতে দিতেই নির্দেশ দেওয়া হয়েছে ।

Education Department
স্কুল শিক্ষা দপ্তর

By

Published : Dec 16, 2019, 12:01 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর : টেকনিকাল সমস্যার কারণে পড়ুয়াদের নম্বর 'বাংলার শিক্ষা পোর্টালে'-র স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে (SMS) আপলোড করতে সমস্যা হচ্ছে । আর তাই বিগত বছরগুলির মতো এবারও স্কুলগুলিকে পড়ুয়াদের রেজ়াল্টের হার্ডকপি দিতে নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর । যদিও ভবিষ্যতের জন্য তৃতীয় সামেটিভ ইভ্যালুয়েশনের নম্বর CMS-এ আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে ।

চলতি বছর 26 ফেব্রুয়ারি 'বাংলার শিক্ষা' নামে স্কুল শিক্ষা দপ্তরের নতুন পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষাক্ষেত্রে নজরদারির ক্ষেত্রে সাহায্য করবে এমনই ভাবনাচিন্তা থেকে স্কুল শিক্ষার যাবতীয় বিষয় নিয়ে তৈরি করা হয় পোর্টালটি । ওইদিনই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই পোর্টালে প্রতি পড়ুয়ার একটি আইডি কোড থাকবে যা তার পুরো স্কুলজীবনে অপরিবর্তিত থাকবে । এই পোর্টাল থেকেই পড়ুয়ারা তাদের পরিচয়পত্র, রিপোর্ট কার্ড, ক্যারেক্টর সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে । তার জন্য রাজ্যের সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও অনুদানপ্রাপ্ত স্কুলগুলিকে তাদের প্রত্যেক পড়ুয়ার তথ্য আপলোড করতে বলা হয়েছিল ।

রাজ্যজুড়ে ইতিমধ্যে প্রায় 1 কোটি 32 লাখ পড়ুয়ার তথ্য আপলোড হয়ে গেছে 'বাংলার শিক্ষা' নামক এই পোর্টালটিতে । কিন্তু শুরু থেকেই পোর্টালের একাধিক টেকনিকাল সমস্যার কারণে জেরবার হতে হয় বহু স্কুলকে । তথ্য আপলোড করতে গিয়ে কখনও সার্ভার ডাউন তো কখনও পোর্টাল ক্র্যাশ করছিল । যা নিয়ে বহু অভিযোগও উঠেছিল । তৃতীয় সামেটিভ ইভ্যালুয়েশনের নম্বর CMS-এ আপলোড করতে গিয়ে ফের পোর্টালে টেকনিকাল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলগুলিকে । পরীক্ষায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বর আপলোড করতে গিয়ে স্কুলের মাধ্যম খুঁজে পাচ্ছেন না স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । যেমন, বাংলা মাধ্যম স্কুলে শুধুমাত্র অসমিয়া বা অন্য কোনও ভাষা দেখাচ্ছে । সেক্ষেত্রে স্কুল পড়ুয়াদের তালিকাই খুলছে না । ফলে সেখানে কোনও পড়ুয়ার রেজ়াল্টের নম্বর আপলোড করা যাচ্ছে না । এই ধরনের একাধিক সমস্যার জন্য এই বছর ডিজিটাল মার্কশিটের চিন্তাভাবনা দূরে সরিয়ে দিতে হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে । তাই দপ্তরের কমিশনারের তরফে স্কুলগুলিকে আগের মতো এই বছরও পড়ুয়াদের মার্কশিট বা প্রগ্রেস রিপোর্ট হার্ডকপিতে দিতেই নির্দেশ দেওয়া হয়েছে ।

স্কুলগুলির প্রধানদের দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল শিক্ষার কমিশনারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক স্কুলের প্রধানদের বলা হচ্ছে আগের মতোই মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্টের ম্যানুয়াল হার্ডকপি দিতে । টেকনিকাল কারণে SMS পোর্টালে নম্বর আপলোড করায় সমস্যা হচ্ছে । স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হচ্ছে, তৃতীয় সামেটিভ পরীক্ষার নম্বর SMS পোর্টালে ভবিষ্যতের জন্য অনলাইন ডাটা বেস তৈরির জন্য আপলোড করতে । সব স্কুল কর্তৃপক্ষকে প্রতিষ্ঠান প্রধানের লগ ইন দিয়ে 'বাংলার শিক্ষা'য় ঢুকে পড়ুয়ার পরবর্তী ক্লাসে উন্নীত হওয়ার প্রমোশন স্টেটাস সরবরাহ করতে । যে সব স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বেসিক তথ্য আপলোড করেনি তাদের SI-এর লগ ইন দিয়ে সেই তথ্য অবিলম্বে আপলোড করতে হবে । যে সব শিক্ষকদের নাম 'বাংলার শিক্ষা' পোর্টালে দেখাচ্ছে না তাঁদের নাম অন্তর্ভুক্ত করার জন্য স্কুলের লেটারহেডে লিখে নির্দিষ্ট দিনে ও সময়ে জেলা পরিদর্শকদের অফিসে জমা করতে বলা হয়েছে প্রতিষ্ঠানের প্রধানদের ।

ABOUT THE AUTHOR

...view details