কলকাতা, 11 ডিসেম্বর: রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ডে চলতি সপ্তাহের মধ্যেই চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সংশ্লিষ্ট চার্টশিটে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে বাকিবুর রহমানকে। পাশাপাশি নাম থাকছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও।
জানা গিয়েছে, চার্জশিটে উল্লেখ করা হচ্ছে তৎকালীন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মদতেই মূল অভিযুক্ত বাকিবুর রহমান এবং তাঁর সঙ্গীরা রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। পাশাপাশি, বিভিন্ন হাত ঘুরে কোটি কোটি টাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও যেত বলে উল্লেখ থাকবে চার্জশিটে ৷
ইতিমধ্যেই রাজ্যের রেশন দুর্নীতি তদন্তে নেমে গোয়েন্দারা প্রথমে বাকিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কোটি কোটি টাকার সম্পত্তি সন্ধান পান তদন্তকারীরা। বাকিবুরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পর অবশেষে ইডির তদন্তকারী আধিকারিকরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পান।
এরপর বিভিন্ন নথিপত্র ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত বাকিবুর রহমানের কাছ থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ন'কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু রাজ্যের এক মন্ত্রী কেন একজন অভিযুক্তের কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ নিলেন সেই নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে তাঁকে গ্রেফতার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা।